হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জ সদর উপজেলায় শুরু হলো মাস ব্যাপী হকি প্রশিক্ষণ। মঙ্গলবার (২৯ জানুয়ারি) বিকালে আরজত আতরজান উচ্চ বিদ্যালয়ের মাঠে এই ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আব্দুল্লাহ আল মাসউদ।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধিনে থাকা ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির অংশ হিসেবে এই ক্যাম্পের আয়োজন করেছে কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিস। আরজত আতরজান উচ্চ বিদ্যালয়ের ২০ জন বালক এবং ২০ জন বালিকা এই ক্যাম্পে অংশ নিয়েছে। ক্যাম্প পরিচালনার দায়িত্বে থাকবেন কিশোরগঞ্জ জেলার হকি কোচ রিপেল হাসান।
এই প্রশিক্ষণ থেকে প্রতিভাবান ৫ জন খেলোয়াড়কে অর্ধ বেতনে পাড়ার সুযোগ করে দেয়ার ঘোষণা দেয়া হয়। এই আয়োজনের সার্বিক সহযোগিতায় রয়েছেন কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসার আল আমিন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আরজত আতরজান উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল্লাহ।