ঢাকা ০১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

নির্বাচন ছাড়া সংকট উত্তরণ সম্ভব নয় : নজরুল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০৮:১১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০১৫
  • ২০৫ বার

দেশে চরম রাজনৈতিক সংকট চলছে দাবি করে এ অবস্থা থেকে উত্তরণে নিরপেক্ষ সরকারের অধীনে সব দলের অংশগ্রহণে একটি কার্যকর নির্বাচন ছাড়া উপায় নেই বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বিএনপি দেশে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছে জানিয়ে তিনি বলেন, ‘এ গণতান্ত্রিক আন্দোলন সফল হবেই। দেশের জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলন করছি।’

গণতন্ত্র রক্ষার আন্দোলনে সকলের সহযোগিতা কামনা করেন বিএনপির এই নেতা।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে মরহুম অ্যাডভোকেট আফসার আহমদ সিদ্দিকীর ১৪তম মৃত্যুবার্ষিকী স্মরণে আয়োজিত এক আলোচনা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

’৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আওয়ামী লীগের আন্দোলনের কথা স্মরণ করিয়ে দিয়ে নজরুল ইসলাম বলেন, ‘এ জন্য আওয়ামী লীগ দীর্ঘদিন আন্দোলন করেছে। আমরা তাদের দাবির পরিপ্রেক্ষিতে নিরপেক্ষ নির্দলীয় সরকারের আইন পাস করেছি। সেই নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করে। পরবর্তী নির্বাচনে বিএনপি জয়লাভ করে। এবার ক্ষমতায় এসে আওয়ামী লীগ যখন দেখল তাদের সঙ্গে জনগণ নেই, তখনই ষড়যন্ত্র শুরু করে।’

মরহুম অ্যাডভোকেট আফসার আহমদ সিদ্দিকীকে স্মরণ করে নজরুল ইসলাম বলেন, ‘তিনি ছিলেন একজন আপদমস্তক রাজনীতিবিদ। তিনি স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য সংগ্রাম করে গেছেন। তার সংগ্রামকে সামনে রেখে আমাদের গণতন্ত্র রক্ষার জন্য আন্দোলন করতে হবে।’

আয়োজক সংগঠনের আহ্বায়ক জাহানারা সিদ্দিকীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সহ-তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নির্বাচন ছাড়া সংকট উত্তরণ সম্ভব নয় : নজরুল

আপডেট টাইম : ০৪:০৮:১১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০১৫

দেশে চরম রাজনৈতিক সংকট চলছে দাবি করে এ অবস্থা থেকে উত্তরণে নিরপেক্ষ সরকারের অধীনে সব দলের অংশগ্রহণে একটি কার্যকর নির্বাচন ছাড়া উপায় নেই বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বিএনপি দেশে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছে জানিয়ে তিনি বলেন, ‘এ গণতান্ত্রিক আন্দোলন সফল হবেই। দেশের জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলন করছি।’

গণতন্ত্র রক্ষার আন্দোলনে সকলের সহযোগিতা কামনা করেন বিএনপির এই নেতা।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে মরহুম অ্যাডভোকেট আফসার আহমদ সিদ্দিকীর ১৪তম মৃত্যুবার্ষিকী স্মরণে আয়োজিত এক আলোচনা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

’৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আওয়ামী লীগের আন্দোলনের কথা স্মরণ করিয়ে দিয়ে নজরুল ইসলাম বলেন, ‘এ জন্য আওয়ামী লীগ দীর্ঘদিন আন্দোলন করেছে। আমরা তাদের দাবির পরিপ্রেক্ষিতে নিরপেক্ষ নির্দলীয় সরকারের আইন পাস করেছি। সেই নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করে। পরবর্তী নির্বাচনে বিএনপি জয়লাভ করে। এবার ক্ষমতায় এসে আওয়ামী লীগ যখন দেখল তাদের সঙ্গে জনগণ নেই, তখনই ষড়যন্ত্র শুরু করে।’

মরহুম অ্যাডভোকেট আফসার আহমদ সিদ্দিকীকে স্মরণ করে নজরুল ইসলাম বলেন, ‘তিনি ছিলেন একজন আপদমস্তক রাজনীতিবিদ। তিনি স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য সংগ্রাম করে গেছেন। তার সংগ্রামকে সামনে রেখে আমাদের গণতন্ত্র রক্ষার জন্য আন্দোলন করতে হবে।’

আয়োজক সংগঠনের আহ্বায়ক জাহানারা সিদ্দিকীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সহ-তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব প্রমুখ।