হাওর বার্তা ডেস্কঃ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১০ জন নিহত হয়েছে। গুজরাটের পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। রবিবার ভারতের গুজরাট রাজ্যের কুচ জেলায় একটি এসইউভি গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, একই পরিবারের ১০ জন সদস্য এসইউভি গাড়িটিতে করে যাচ্ছিলেন। জাতীয় সড়কে দুটি ট্রাকের ধাক্কায় তাদের প্রাণহানি ঘটে।
পুলিশ বলছে, লবন বহনকারী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের লেনে চলে গিয়ে গাড়িটিকে ধাক্কা মারে। সে সময় পেছন থেকে আরেকটি ট্রেলার এসইউভি গাড়িটিকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই ১০ জন মারা যান।