ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দেশ ও জাতি গঠনে “দৈনিক আমার দেশ” পত্রিকার কাছে নেত্রকোণার জনগণের প্রত্যাশা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ভুল অস্ত্রোপচার, যা ঘটেছিল প্রিয়াঙ্কা সঙ্গে সচিবালয়ে উপদেষ্টা হাসান আরিফের তৃতীয় জানাজা সম্পন্ন সাবেক সচিব ইসমাইল রিমান্ডে অবশেষে বিল পাস করে ‘শাটডাউন’ এড়াল যুক্তরাষ্ট্র চাঁদাবাজদের ধরতে অভিযান শুরু হচ্ছে: ডিএমপি কমিশনার নির্বাচনের পর নিজের নিয়মিত কাজে ফিরে যাবেন ড. ইউনূস ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা, আহত ১৬ জুলাই আন্দোলন বিগত বছরগুলোর অনিয়মের সমষ্টি: ফারুকী তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম ‘সড়কে নৈরাজ্যের সঙ্গে রাজনৈতিক প্রভাব জড়িত

খুলনার ৬টি সংসদীয় আসনেই নৌকার জয়

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:১৪:০৪ অপরাহ্ন, সোমবার, ৩১ ডিসেম্বর ২০১৮
  • ৩৩৬ বার

হাওর বার্তা ডেস্কঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনার ছয়টি সংসদীয় আসনে আওয়ামী লীগের প্রার্থীরা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। রোববার রাতে খুলনা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। তবে, ভোট গ্রহণ চলাকালে খুলনা-২ আসন বাদে বাকি পাঁচটিতে বিএনপি এবং জাতীয় পার্টির ছয় প্রার্থী ভোট বর্জন করেন।

খুলনা-১ আসনের ১০৭ কেন্দ্রের সবগুলোর ফলাফলে আওয়ামী লীগের পঞ্চানন বিশ্বাস পেয়েছেন ১ লাখ ৭২ হাজার ৫৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আমীর এজাজ খান পেয়েছেন ২৮ হাজার ৪৩৭ ভোট।

খুলনা-২ আসনের (ইভিএম) ১৫৭ কেন্দ্রের সবগুলোর ফলাফলে আওয়ামী লীগের শেখ সালাহ উদ্দিন জুয়েল পেয়েছেন ১ লাখ ১২ হাজার ১০০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির নজরুল ইসলাম মঞ্জু ২৭ হাজার ৩৭৯ ভোট পেয়েছেন।

খুলনা-৩ আসনের ১১৭ কেন্দ্রের সবগুলোর ফলাফলে আওয়ামী লীগের বেগম মন্নুজান সুফিয়ান পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৮০৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির রকিবুল ইসলাম বকুল ২৩ হাজার ৬০৬ ভোট পেয়েছেন।

খুলনা-৪ আসনের ১৩১ কেন্দ্রের সবগুলোর ফলাফলে আওয়ামী লীগের আব্দুস সালাম মুর্শেদী পেয়েছেন ২ লাখ ২৩ হাজার ২১৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আজিজুল বারী হেলাল ১৪ হাজার ১৮৭ ভোট পেয়েছেন।

খুলনা-৫ আসনের ১৩৩ কেন্দ্রের সবগুলোর ফলাফলে আওয়ামী লীগের নারায়ন চন্দ্র চন্দ পেয়েছেন ২ লাখ ৩১ হাজার ৭২৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের (জামায়াত) অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ৩২ হাজার ৯৫৯ ভোট পেয়েছেন।

খুলনা-৬ আসনে ১৪১ কেন্দ্রের সবগুলোর ফলাফলে আওয়ামী লীগের শেখ মো. আকতারুজ্জামান বাবু পেয়েছেন ২ লাখ ৮৪ হাজার ৩৪৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের (জামায়াত) মাওলানা আবুল কালাম আজাদ ১৯ হাজার ২৫৭ ভোট পেয়েছেন।

এর আগে খুলনার ছয়টি সংসদীয় আসনে ১০টি রাজনৈতিক দলের মোট ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও ভোটগ্রহণ শুরুর পর থেকে দুপুর পর্যন্ত কেন্দ্র দখল, জাল ভোট, ধানের শীষ প্রতীকের এজেন্টদের বের করে দেওয়া এবং পুলিশের বিরুদ্ধের ভোট জালিয়াতির অভিযোগ এনে বিএনপি ও জাতীয় পার্টির ছয় প্রার্থী ভোট বর্জন করেন।

ভোট বর্জন করা প্রার্থীরা হলেন- খুলনা-১ আসনের বিএনপির প্রার্থী আমীর এজাজ খান, একই আসনের মহাজোটের শরিক দল জাতীয় পার্টির প্রার্থী সুনীল শুভ রায়, খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থী রকিবুল ইসলাম বকুল, খুলনা-৪ আসনের বিএনপির প্রার্থী আজিজুল বারী হেলাল, খুলনা-৫ ধানের শীষ প্রতীকের প্রার্থী জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ার ও খুলনা-৬ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী জামায়াত নেতা মাওলানা আবুল কালাম আজাদ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

দেশ ও জাতি গঠনে “দৈনিক আমার দেশ” পত্রিকার কাছে নেত্রকোণার জনগণের প্রত্যাশা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

খুলনার ৬টি সংসদীয় আসনেই নৌকার জয়

আপডেট টাইম : ০৩:১৪:০৪ অপরাহ্ন, সোমবার, ৩১ ডিসেম্বর ২০১৮

হাওর বার্তা ডেস্কঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনার ছয়টি সংসদীয় আসনে আওয়ামী লীগের প্রার্থীরা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। রোববার রাতে খুলনা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। তবে, ভোট গ্রহণ চলাকালে খুলনা-২ আসন বাদে বাকি পাঁচটিতে বিএনপি এবং জাতীয় পার্টির ছয় প্রার্থী ভোট বর্জন করেন।

খুলনা-১ আসনের ১০৭ কেন্দ্রের সবগুলোর ফলাফলে আওয়ামী লীগের পঞ্চানন বিশ্বাস পেয়েছেন ১ লাখ ৭২ হাজার ৫৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আমীর এজাজ খান পেয়েছেন ২৮ হাজার ৪৩৭ ভোট।

খুলনা-২ আসনের (ইভিএম) ১৫৭ কেন্দ্রের সবগুলোর ফলাফলে আওয়ামী লীগের শেখ সালাহ উদ্দিন জুয়েল পেয়েছেন ১ লাখ ১২ হাজার ১০০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির নজরুল ইসলাম মঞ্জু ২৭ হাজার ৩৭৯ ভোট পেয়েছেন।

খুলনা-৩ আসনের ১১৭ কেন্দ্রের সবগুলোর ফলাফলে আওয়ামী লীগের বেগম মন্নুজান সুফিয়ান পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৮০৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির রকিবুল ইসলাম বকুল ২৩ হাজার ৬০৬ ভোট পেয়েছেন।

খুলনা-৪ আসনের ১৩১ কেন্দ্রের সবগুলোর ফলাফলে আওয়ামী লীগের আব্দুস সালাম মুর্শেদী পেয়েছেন ২ লাখ ২৩ হাজার ২১৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আজিজুল বারী হেলাল ১৪ হাজার ১৮৭ ভোট পেয়েছেন।

খুলনা-৫ আসনের ১৩৩ কেন্দ্রের সবগুলোর ফলাফলে আওয়ামী লীগের নারায়ন চন্দ্র চন্দ পেয়েছেন ২ লাখ ৩১ হাজার ৭২৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের (জামায়াত) অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ৩২ হাজার ৯৫৯ ভোট পেয়েছেন।

খুলনা-৬ আসনে ১৪১ কেন্দ্রের সবগুলোর ফলাফলে আওয়ামী লীগের শেখ মো. আকতারুজ্জামান বাবু পেয়েছেন ২ লাখ ৮৪ হাজার ৩৪৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের (জামায়াত) মাওলানা আবুল কালাম আজাদ ১৯ হাজার ২৫৭ ভোট পেয়েছেন।

এর আগে খুলনার ছয়টি সংসদীয় আসনে ১০টি রাজনৈতিক দলের মোট ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও ভোটগ্রহণ শুরুর পর থেকে দুপুর পর্যন্ত কেন্দ্র দখল, জাল ভোট, ধানের শীষ প্রতীকের এজেন্টদের বের করে দেওয়া এবং পুলিশের বিরুদ্ধের ভোট জালিয়াতির অভিযোগ এনে বিএনপি ও জাতীয় পার্টির ছয় প্রার্থী ভোট বর্জন করেন।

ভোট বর্জন করা প্রার্থীরা হলেন- খুলনা-১ আসনের বিএনপির প্রার্থী আমীর এজাজ খান, একই আসনের মহাজোটের শরিক দল জাতীয় পার্টির প্রার্থী সুনীল শুভ রায়, খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থী রকিবুল ইসলাম বকুল, খুলনা-৪ আসনের বিএনপির প্রার্থী আজিজুল বারী হেলাল, খুলনা-৫ ধানের শীষ প্রতীকের প্রার্থী জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ার ও খুলনা-৬ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী জামায়াত নেতা মাওলানা আবুল কালাম আজাদ।