হাওর বার্তা ডেস্কঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সর্বপুরি শান্তিপূর্ণতা বজায় রেখেই ২ লক্ষ ৪৭ হাজার ৯৩৩ ভোট পেয়ে আকাশ-কুসুম ব্যবধানে কিশোরগঞ্জ-৬ আসনে জয় নিশ্চিত করেছে নৌকা প্রতীক। ভৈরব-কুলিয়ারচর নিয়ে গঠিত এই আসনে নৌকা প্রতীকের প্রার্থী ছিলেন প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের পুত্র আলহাজ্ব নাজমুল হাসান পাপন। অপরদিকে নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট (বিএনপি) মনোনীত ধানেরশীষ প্রতীক নিয়ে পাপনের প্রতিদ্ধন্দিতা করে শরীফুল আলম পান মাত্র ২৭হাজার ৮৯০ভোট। ২লক্ষ ২০হাজার ৪৩ভোট বেশি পেয়ে এই আসন থেকে জয়লাভ করেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব নাজমুল হাসান পাপন।
রোববার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত ভোটগ্রহণ কার্যক্রম শেষে বেসরকারিভাবে এই ফলাফল ঘোষনা করা হয়। কিশোরগঞ্জ-৬ আসনের মোট ১৩৭টি কেন্দ্রের মাঝে সবকটি কেন্দ্রেই বিশাল ব্যবধানে জয়লাভ করেছেন আওয়ামীলীগ প্রার্থী নাজমুল হাসান পাপন। ফলাফল ঘোষনার পরপরই আনন্দ মিছিল বের করে মিষ্টি বিতরণ করেন স্থানীয় আওয়ামী সমর্থকেরা।