হাওর বার্তা ডেস্কঃ আমরা সকল উন্নয়ন প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করব বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আমরা নিরঙ্কুশ বিজয় পেয়েছি। ঘরোয়াভাবে এ বিজয় উৎযাপন করবেন। বাইরে বের হয়ে কারও সঙ্গে খারাপ আচরণ করবেন না। আজ সকালে নোয়াখালীতে জনগণের উদ্দেশে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আমরা জনগণের রায়ে জয় পেয়েছি জানিয়ে ওবায়দুল কাদের আরও বলেন, রবিবার (৩০ ডিসেম্বর) নির্বাচন হয়ে গেল। এতে কোনো প্রকার সহিংসতা বা বিশৃঙ্খলা হয়নি। তিনি বলেন, ১০ বছরে দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে। যেসব উন্নয়ন বাকি রয়েছে, তার জন্য ধৈর্য ধরতে হবে। আমরা সব উন্নয়ন প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করব।