হাওর বার্তা ডেস্কঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ ও কবিরহাট) আসনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক লাখ ২৪ হাজার ৯০২ ভোটে এগিয়ে রয়েছেন। ৬৬ কেন্দ্রেের মধ্য ৬৪ কেন্দ্রের ফল পাওয়া গেছে। এসব কেন্দ্রে বিএনপির প্রার্থী দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ পেয়েছেন ৭,৩৫১ ভোট।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহাকারী রিটার্নিং অফিসার ফয়সল আহমেদ রোববার রাত ৭টার দিকে এই ফল ঘোষণা করেন।