হাওর বার্তা ডেস্কঃ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের জয়ের ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেছেন, তারা যেকোনো প্রকার জনরায় মেনে নিতেও প্রস্তুত রয়েছে।
তিনি বলেন, আমি নির্বাচনে আমাদের জয়ের বিষয়ে সবসময়ই আশাবাদী। আমার জনগণের ওপর বিশ্বাস রয়েছে এবং জানি তাদের সুন্দর ভবিষ্যতের জন্য তারা আমাদেরকেই পছন্দ করবে।
আজ রোববার সকালে শেখ হাসিনা ধানমণ্ডির সিটি কলেজ কেন্দ্রে তার ভোট প্রদানের সময় এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আমি মনে করি স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীরাই নির্বাচনে জয়লাভ করবে।
নির্বাচনে ফলের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তার দল গণতন্ত্র এবং জনগণের শক্তিতে বিশ্বাসী উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি বলেন, কাজেই জনগণ যে রায় দেয় আমরা তা মেনে নেব।