হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুর রহমান আওয়ামী লীগ প্রার্থী সৈয়দ আশরাফুল ইসলামকে সমর্থন জানিয়ে শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
আজ শনিবার জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিতভবে এ বিষয়টি অবগত করেছেন বলে তিনি জানিয়েছেন। তিনি জানান, ব্যক্তিগত, পারিবারিক ও রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।