হাওর বার্তা ডেস্কঃ আগামীতে সরকারে এলে ঢাকায় পাতাল রেল করে দেয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
তিনি বলেছেন, ঢাকায় পাতাল রেল করে দেব, ইতিমধ্যে এর সমীক্ষার কাজ হয়েছে। তাছাড়া ঢাকায় চলাচলের সুবিধার্থে নদীগুলো খনন করে দেব।
আজ সোমবার রাজধানীর কামরাঙ্গীরচর মাঠে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগ সভাপতি বলেন, ক্ষমতায় গেলে ঢাকাবাসীর চিকিৎসার সুবিধার্থে ঢাকা মেডিকেলকে আরও ঢেলে সাজাবো। শিক্ষার সুযোগ তৈরির জন্য এই ঢাকায় আরও ১১টি সরকারি স্কুল এবং কলেজ তৈরি করে দিচ্ছি। আর সারা বাংলাদেশ নিয়ে তো আমার প্ল্যান আছেই। সব এখানে বলা সম্ভবও না।
এ সময় তিনি ঢাকার প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। তাদের স্ব স্ব প্রতীকে ভোট চান শেখ হাসিনা। তাদের নির্বাচিত করার অনুরোধ জানান।
ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাজী আবুল হাসনাতের সভাপতিত্বে এতে আওয়ামী লীগের কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ বক্তব্য দেন।