নির্বাচনী মাঠে নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা

হাওর বার্তা ডেস্কঃ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে এবার মাঠে নামলেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। ঢাকা মেট্রোপলিটন ও ঢাকা বিভাগীয় এলাকায় মোট ১৪১ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তাঁরা এই দায়িত্ব পালন করবেন।

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা এ তথ্য নিশ্চিত করেছেন। এর মধ্যে ঢাকা মহানগর ও ঢাকা বিভাগে মোতায়েন করা হয়েছে ১৪১ প্লাটুন বিজিবি।

মোহসিন রেজা বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে আজ দুপুরেই ঢাকাসহ সারা দেশে এক হাজার ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তাঁরা এই দায়িত্ব পালন করবেন। যেসব এলাকায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন, তাদের সেসব নির্ধারিত স্থানে পাঠানো হচ্ছে। এছাড়া সারা দেশেই বিজিবি সদস্যরা যার যার নির্ধারিত স্থানে অবস্থান নিতে শুরু করেছেন বলে জানান তিনি।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর