হাওর বার্তা ডেস্কঃ নিজেকে সুস্থ সুন্দর রাখতে ত্বকের নিয়মিত যত্ন নেওয়া একান্ত জরুরী। স্বাস্থ্যরক্ষায় যুগ যুগ ধরে ঔষধিগুণ সম্পন্ন নিম ব্যবহৃত হয়ে আসছে বিভিন্নভাবে। স্বাস্থ্যরক্ষায় যেমন এটি অনন্য, তেমনি রূপচর্চায়ও নিমের জুড়ি নেই।
আসুন জেনে নেই রূপচর্চায় নিমের ব্যবহার সম্পর্কেঃ
নিম তেলে প্রচুর পরিমাণে ভিটামিন ই এবং ফ্যাটি অ্যাসিড থাকে যা আমাদের ত্বক এবং চুলের জন্য খুবই উপকারী।
নিম পাতা ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস বিরোধী। তাই ব্যাকটেরিয়া ও ফাঙ্গাসের আক্রমণের হাত থেকে ত্বকের সুরক্ষায় নিমপাতা অত্যন্ত কার্যকরী। ব্রণের সমস্যায় নিমপাতা বেটে লাগাতে পারেন।
নিয়মিত নিম পাতার সঙ্গে কাঁচা হলুদ ভালো করে বেটে লাগালে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায়। তবে খেয়াল রাখতে হবে যেন মিশ্রণে নিমপাতার চাইতে হলুদের পরিমাণ কম হয়।
নিমের ডাল দাঁতের জন্য খুবই উপকারী। মুখের দুর্গন্ধ ও দাঁতের ফাঁকে জীবাণুর সংক্রমণ রোধে কাজ করে এটি।
নিম পাতা রোদে শুকিয়ে গুঁড়ো করে রেখে দিতে পারেন। এটি ব্যবহার করতে পারবেন ফেসপ্যাক তৈরিতে।
মাথার ত্বকের চুলকানির সমস্যায় নিম পাতার রস খুবই কার্যকরী একটি উপাদান। নিম পাতার রস মাথায় নিয়মিত লাগাতে পারলে চুলকানির সমস্যা কমে যায়।
নিমপাতার রস চুলের গোড়া শক্ত করে। এছাড়া চুলের শুষ্কতা বা রুক্ষ ভাব কমে যায় এবং নতুন চুল গজাতে শুরু করে।
শুধুমাত্র চুলের নয় ত্বকের যেকোন চুলকানির সমস্যায় নিমপাতা বেটে লাগাতে পারলে দ্রুত উপকার পাওয়া যায়।
গায়ের দুর্গন্ধ বা ঘামের দুর্গন্ধ দূর করতে নিম পাতার রস খুবই কার্যকরী একটি উপাদান।