শিশু শাহাদাত হোসেন সৌরভকে গুলি করে আহত করার ঘটনায় অভিযুক্ত সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন গ্রেপ্তার হয়েছেন। বুধবার রাত ১০টায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করে। এর পর রাতেই তাকে মিন্টো রোডের গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মুনতাসিরুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১০টার দিকে এমপি লিটনকে উত্তরা এলাকা থেকে ডিবি পুলিশের একটি দল গ্রপ্তোর করেছে। আদালতের নির্দেশনা অনুযায়ী তাকে আদালতে হাজির করা হবে।
এর আগে এমপি লিটনকে আদালতে আত্মসমর্পণের জন্য হাইকোর্টের দেওয়া নির্দেশ স্থগিত করেন আপিল বিভাগ। এতে করে তাকে যেকোনো সময় যেকোনো স্থান থেকে গ্রেপ্তার করার সুযোগ সৃষ্টি হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। স্বরাষ্ট্রমন্ত্রী নিজেও এমপি লিটনকে অচিরেই গ্রপ্তোরের কথা জানান। এ ছাড়া অ্যাটর্নি জেনারেল এবং গাইবান্ধা জেলা পুলিশ সুপারও এমপি লিটনকে গ্রপ্তোরে আর কোনো বাধা নেই বলে জানান।
সংবাদ শিরোনাম
সংসদ সদস্য লিটন গ্রেপ্তার
- Reporter Name
- আপডেট টাইম : ১১:০৭:১৩ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০১৫
- ৪১৭ বার
Tag :
জনপ্রিয় সংবাদ