ঢাকা ১১:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

৩২টি গ্রামের মানুষ এ সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে দুর্ভোগ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৫২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর ২০১৮
  • ২২৮ বার

হাওর বার্তা ডেস্কঃ কুমিল্লার দাউদকান্দি উপজেলা সদর-কদমতলী সড়কের কেডিসি এলাকা সংলগ্ন গোমতী শাখানদীর ওপর পাকা সেতুটি ভেঙে পড়ে দুই মাস আগে। ৩২টি গ্রামের মানুষ এ সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে দুর্ভোগ পোহাচ্ছেন। গত ৮ অক্টোবর ইটভর্তি ট্রাক্টর পার হওয়ার সময় পাকা সেতুটি ভেঙে নদীতে পড়ে যায়। এরপর ২০ নভেম্বর স্থানীয় ব্যক্তিরা সেখানে বাঁশের সাঁকো তৈরি করেন। এটির ওপর দিয়ে যানবাহন চালানো যায় না। তাই ইঞ্জিনচালিত নৌকায় করে ঝুঁকি নিয়ে মালামাল পরিবহন করতে হয়।

সড়কটি দিয়ে চলাচলকারী সিএনজি চালিত অটোরিকশা চালক সভাপতি আবদুল লতিফ বলেন, সেতুটি ভেঙে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় ৪০টির মতো সিএনজিচালিত অটোরিকশার চালক এখন বলতে গেলে বেকার হয়ে পড়েছেন। আশপাশের গ্রামের প্রসূতিসহ রোগীদের হাসপাতালে নিতে এবং কৃষিপণ্য বাজারজাতকরণে সমস্যা দিন দিন বেড়ে যাচ্ছে।

দাউদকান্দি সদর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবদুস সালাম বলেন, গোমতীর নদীর ওপর নির্মিত ভেঙে যাওয়া সেতুটির জায়গায় একটি নতুন সেতু নির্মাণের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলীকে বারবার তাগাদা দেয়া হচ্ছে।

দাউদকান্দি উপজেলা প্রকৌশলী মো. আহসান আলী বলেন, ওই নদীতে ৮০ মিটার দৈর্ঘ্য ও ২ দশমিক ২৫ মিটার প্রস্থের একটি সেতু নির্মাণের নকশা তৈরি করে প্রধান কার্যালয়ে অগ্রাধিকার ভিত্তিতে পাঠানো হয়েছে। আশা করছি, আগামী তিন মাসের মধ্যে দরপত্র আহ্বানের অনুমোদন পাব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

৩২টি গ্রামের মানুষ এ সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে দুর্ভোগ

আপডেট টাইম : ০৩:৫২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর ২০১৮

হাওর বার্তা ডেস্কঃ কুমিল্লার দাউদকান্দি উপজেলা সদর-কদমতলী সড়কের কেডিসি এলাকা সংলগ্ন গোমতী শাখানদীর ওপর পাকা সেতুটি ভেঙে পড়ে দুই মাস আগে। ৩২টি গ্রামের মানুষ এ সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে দুর্ভোগ পোহাচ্ছেন। গত ৮ অক্টোবর ইটভর্তি ট্রাক্টর পার হওয়ার সময় পাকা সেতুটি ভেঙে নদীতে পড়ে যায়। এরপর ২০ নভেম্বর স্থানীয় ব্যক্তিরা সেখানে বাঁশের সাঁকো তৈরি করেন। এটির ওপর দিয়ে যানবাহন চালানো যায় না। তাই ইঞ্জিনচালিত নৌকায় করে ঝুঁকি নিয়ে মালামাল পরিবহন করতে হয়।

সড়কটি দিয়ে চলাচলকারী সিএনজি চালিত অটোরিকশা চালক সভাপতি আবদুল লতিফ বলেন, সেতুটি ভেঙে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় ৪০টির মতো সিএনজিচালিত অটোরিকশার চালক এখন বলতে গেলে বেকার হয়ে পড়েছেন। আশপাশের গ্রামের প্রসূতিসহ রোগীদের হাসপাতালে নিতে এবং কৃষিপণ্য বাজারজাতকরণে সমস্যা দিন দিন বেড়ে যাচ্ছে।

দাউদকান্দি সদর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবদুস সালাম বলেন, গোমতীর নদীর ওপর নির্মিত ভেঙে যাওয়া সেতুটির জায়গায় একটি নতুন সেতু নির্মাণের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলীকে বারবার তাগাদা দেয়া হচ্ছে।

দাউদকান্দি উপজেলা প্রকৌশলী মো. আহসান আলী বলেন, ওই নদীতে ৮০ মিটার দৈর্ঘ্য ও ২ দশমিক ২৫ মিটার প্রস্থের একটি সেতু নির্মাণের নকশা তৈরি করে প্রধান কার্যালয়ে অগ্রাধিকার ভিত্তিতে পাঠানো হয়েছে। আশা করছি, আগামী তিন মাসের মধ্যে দরপত্র আহ্বানের অনুমোদন পাব।