হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশের নাগরিকদের পোর্ট ভিসা অথবা ভিসা অন অ্যারাইভাল সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চীন। মঙ্গলবার বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, জরুরি মানবিক প্রয়োজনে কারও চীনে গমনের প্রয়োজন হলে, জরুরি কাজে বা ব্যবসার প্রয়োজনে চীনে যাওয়ার জন্য কারও আমন্ত্রণপত্র থাকলে, মেরামত কাজের জন্য বা অন্যান্য জরুরি প্রয়োজনে, চাইনিজ ট্রাভেল এজেন্সির মাধ্যমে ট্যুরিস্ট হিসেবে চীনে গমন করলে সংশ্লিষ্ট বিমানবন্দরে পোর্ট ভিসার জন্য আবেদন করে ভিসা পাওয়া যাবে।
চীনে প্রতিবার ভ্রমণে ৩০ দিন মেয়াদে অন অ্যারাইভাল ভিসা দেওয়া হয়।
গত ২৬ অক্টোবর চীনের জননিরাপত্তাবিষয়ক মন্ত্রী ঝাও কেঝি বাংলাদেশ সফরকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে বৈঠকে অন অ্যারাইভাল ভিসা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলেন।
গত ৩০ নভেম্বর চীনের দূতাবাস থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি ‘নোট ভার্বাল’ পাঠিয়ে অন অ্যারাইভাল ভিসা দেওয়ার সিদ্ধান্তের কথা জানানো হয়, বলেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
অবশ্য অফিশিয়াল এবং ডিপ্লোম্যাটিক পাসপোর্টধারীদের জন্য উভয় দেশের মধ্যে ভিসা অব্যাহতি চুক্তি কার্যকর আছে। মালদ্বীপের সঙ্গেও বাংলাদেশের ভিসা অব্যাহতি চুক্তি কার্যকর রয়েছে। এ ছাড়া অফিশিয়াল, ডিপ্লোম্যাটিক উভয় পাসপোর্টধারীদের জন্য সিঙ্গাপুর, ভিয়েতনাম, কোরিয়া, মিয়ানমার, চিলি, লাওস, বেলারুশ, কম্বোডিয়া, ফিলিপাইন, মালয়েশিয়া, কুয়েত, রাশিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, কোরিয়া তুরস্ক, ভারত ও চীনের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি কার্যকর রয়েছে। আর শুধু ডিপ্লোম্যাটিক পাসপোর্টধারীদের জন্য জাপান ও থাইল্যান্ডের সঙ্গে বাংলাদেশের ভিসা অব্যাহতি চুক্তি রয়েছে।