ঢাকা ০৮:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দেশ ও জাতি গঠনে “দৈনিক আমার দেশ” পত্রিকার কাছে নেত্রকোণার জনগণের প্রত্যাশা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ভুল অস্ত্রোপচার, যা ঘটেছিল প্রিয়াঙ্কা সঙ্গে সচিবালয়ে উপদেষ্টা হাসান আরিফের তৃতীয় জানাজা সম্পন্ন সাবেক সচিব ইসমাইল রিমান্ডে অবশেষে বিল পাস করে ‘শাটডাউন’ এড়াল যুক্তরাষ্ট্র চাঁদাবাজদের ধরতে অভিযান শুরু হচ্ছে: ডিএমপি কমিশনার নির্বাচনের পর নিজের নিয়মিত কাজে ফিরে যাবেন ড. ইউনূস ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা, আহত ১৬ জুলাই আন্দোলন বিগত বছরগুলোর অনিয়মের সমষ্টি: ফারুকী তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম ‘সড়কে নৈরাজ্যের সঙ্গে রাজনৈতিক প্রভাব জড়িত

ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক শক্তিশালী করার ওপর জোর দিয়েছেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৯:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ নভেম্বর ২০১৮
  • ২৯০ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রেসিডেন্ট মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশের মধ্য দিয়ে ঢাকায় অভিষেক হলো নয়া মার্কিন দূত আর্ল রবার্ট মিলারের। রীতি অনুযায়ী বঙ্গভবনে গিয়ে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের দেয়া পরিচয়পত্র বাংলাদেশের রাষ্ট্র প্রধানের হাতে জমা দেন। রাজকীয় আয়োজনে সেখানে তাকে বরণ করা হয়। মার্কিন দূতাবাস জানিয়েছে-পরিচয়পত্র পেশের মধ্য দিয়ে ঢাকায় আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন নব নিযুক্ত রাষ্ট্রদূত।

বঙ্গভবনের আয়োজনে তিনি ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক শক্তিশালী করার ওপর জোর দিয়েছেন। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের জনগণ তথা এ অঞ্চল এবং বিশ্ব সম্প্রদায়ের স্বার্থেই দুই দেশের বন্ধন সুদৃঢ় সম্পর্কের তাগিদ দিয়েছেন তিনি। এদিকে বঙ্গভবনে পরিচয়পত্র পেশের আনুষ্ঠানিকতা শেষে প্রেসিডেন্টের প্রেস সচিব মো. জয়নাল আবেদীন গণমাধ্যমকে বলেন, নতুন মার্কিন রাষ্ট্রদূতকে বঙ্গভবনে স্বাগত জানিয়ে প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার।

বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। আবদুল হামিদ রাষ্ট্রদূতকে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সমপ্রসারণে সর্বাত্মক প্রয়াস চালানোর আহ্বান জানিয়েছেন। নয়া দূতের দায়িত্ব পালনকালে ওই সম্পর্ক আরো সমপ্রসারিত হবে বলেও আশা প্রকাশ করেন রাষ্ট্রপ্রধান। এর আগে নতুন মার্কিন দূত বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি দল তাকে গার্ড অব অনার দেয়। দায়িত্ব নিতে গত ১৮ই নভেম্বর ঢাকায় পৌঁছান মার্কিন কূটনীতিক রবার্ট মিলার।

তার আগে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে সিনেটে তার শপথ হয়। ওয়াশিংটনের ওই শপথ অনুষ্ঠানে ঢাকার সদ্য সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট, সাবেক রাষ্ট্রদূত ড্যান মজিনা ও উইলিয়াম বি মাইলাম এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন উপস্থিত ছিলেন। গত জুলাই মাসে পেশাদার কূটনীতিক আর্ল রবার্ট মিলারকে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত নিয়োগের কথা ঘোষণা করে হোয়াইট হাউজ।

১১ই অক্টোবর মার্কিন সিনেট তার নিয়োগ চূড়ান্তভাবে অনুমোদন করে। ওই সময়ে তিনি বাতসোয়ানায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আর্ল রবার্ট মিলার ১৯৮৭ সালে মার্কিন পররাষ্ট্র দপ্তরে যোগ দেন। তিনি ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে মার্কিন কনসাল জেনারেলের দায়িত্ব পালন করেন।

এ ছাড়া নয়াদিল্লি, বাগদাদ ও জাকার্তায় মার্কিন দূতাবাসে আঞ্চলিক নিরাপত্তা কর্মকর্তা হিসেবেও কাজ করেছেন তিনি। মিশিগান বিশ্ববিদ্যালয় ও ইউনাইটেড স্টেটস মেরিন কপস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জনকারী মিলার কর্মজীবনের সূচনাতে (১৯৮১ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত) মার্কিন মেরিন কোরে অফিসার এবং পরবর্তীতে (১৯৮৫ থেকে ১৯৯২ সাল পর্যন্ত) মেরিন কোর রিজার্ভে অফিসার পদে দায়িত্ব পালন করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

দেশ ও জাতি গঠনে “দৈনিক আমার দেশ” পত্রিকার কাছে নেত্রকোণার জনগণের প্রত্যাশা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক শক্তিশালী করার ওপর জোর দিয়েছেন

আপডেট টাইম : ১১:৪৯:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ নভেম্বর ২০১৮

হাওর বার্তা ডেস্কঃ প্রেসিডেন্ট মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশের মধ্য দিয়ে ঢাকায় অভিষেক হলো নয়া মার্কিন দূত আর্ল রবার্ট মিলারের। রীতি অনুযায়ী বঙ্গভবনে গিয়ে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের দেয়া পরিচয়পত্র বাংলাদেশের রাষ্ট্র প্রধানের হাতে জমা দেন। রাজকীয় আয়োজনে সেখানে তাকে বরণ করা হয়। মার্কিন দূতাবাস জানিয়েছে-পরিচয়পত্র পেশের মধ্য দিয়ে ঢাকায় আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন নব নিযুক্ত রাষ্ট্রদূত।

বঙ্গভবনের আয়োজনে তিনি ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক শক্তিশালী করার ওপর জোর দিয়েছেন। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের জনগণ তথা এ অঞ্চল এবং বিশ্ব সম্প্রদায়ের স্বার্থেই দুই দেশের বন্ধন সুদৃঢ় সম্পর্কের তাগিদ দিয়েছেন তিনি। এদিকে বঙ্গভবনে পরিচয়পত্র পেশের আনুষ্ঠানিকতা শেষে প্রেসিডেন্টের প্রেস সচিব মো. জয়নাল আবেদীন গণমাধ্যমকে বলেন, নতুন মার্কিন রাষ্ট্রদূতকে বঙ্গভবনে স্বাগত জানিয়ে প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার।

বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। আবদুল হামিদ রাষ্ট্রদূতকে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সমপ্রসারণে সর্বাত্মক প্রয়াস চালানোর আহ্বান জানিয়েছেন। নয়া দূতের দায়িত্ব পালনকালে ওই সম্পর্ক আরো সমপ্রসারিত হবে বলেও আশা প্রকাশ করেন রাষ্ট্রপ্রধান। এর আগে নতুন মার্কিন দূত বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি দল তাকে গার্ড অব অনার দেয়। দায়িত্ব নিতে গত ১৮ই নভেম্বর ঢাকায় পৌঁছান মার্কিন কূটনীতিক রবার্ট মিলার।

তার আগে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে সিনেটে তার শপথ হয়। ওয়াশিংটনের ওই শপথ অনুষ্ঠানে ঢাকার সদ্য সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট, সাবেক রাষ্ট্রদূত ড্যান মজিনা ও উইলিয়াম বি মাইলাম এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন উপস্থিত ছিলেন। গত জুলাই মাসে পেশাদার কূটনীতিক আর্ল রবার্ট মিলারকে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত নিয়োগের কথা ঘোষণা করে হোয়াইট হাউজ।

১১ই অক্টোবর মার্কিন সিনেট তার নিয়োগ চূড়ান্তভাবে অনুমোদন করে। ওই সময়ে তিনি বাতসোয়ানায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আর্ল রবার্ট মিলার ১৯৮৭ সালে মার্কিন পররাষ্ট্র দপ্তরে যোগ দেন। তিনি ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে মার্কিন কনসাল জেনারেলের দায়িত্ব পালন করেন।

এ ছাড়া নয়াদিল্লি, বাগদাদ ও জাকার্তায় মার্কিন দূতাবাসে আঞ্চলিক নিরাপত্তা কর্মকর্তা হিসেবেও কাজ করেছেন তিনি। মিশিগান বিশ্ববিদ্যালয় ও ইউনাইটেড স্টেটস মেরিন কপস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জনকারী মিলার কর্মজীবনের সূচনাতে (১৯৮১ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত) মার্কিন মেরিন কোরে অফিসার এবং পরবর্তীতে (১৯৮৫ থেকে ১৯৯২ সাল পর্যন্ত) মেরিন কোর রিজার্ভে অফিসার পদে দায়িত্ব পালন করেন।