হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতকে আরো বেশি উন্নত করার লক্ষ্যে ডাটা সেন্টার টেকনোলজিস সামিট শুরু হতে যাচ্ছে আগামী বৃহস্পতিবার থেকে।
দুই দিনব্যাপী এই সামিট অনুষ্ঠিত হবে রাজধানীর ফার্মগেটে অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউট, বাংলাদেশ (কেআইবি) কমপ্লেক্সে।
সোমবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সামিটটির আয়োজক প্রতিষ্ঠান ডিসি-আইকন আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে ডিসি-আইকনের সিইও মাসুদ পারভেজ বলেন, বাংলাদেশি জনগণকে তথ্যপ্রযুক্তি খাতে উৎসাহিত করার মাধ্যমে সময়োচিত ও প্রাসঙ্গিক কারিগরি শিক্ষা দিয়ে এই খাতকে আরো বেগবান করে তোলাই আমাদের মূল লক্ষ্য। আমরা যদি সঠিকভাবে তাদেরকে গড়ে তুলতে পারি তবে আগামীতে তথ্যপ্রযুক্তির এই খাত অর্থাৎ ডাটা সেন্টার খাতটি আরো সমৃদ্ধি হবে এবং দেশের সৃষ্টি হবে আন্তর্জাতিক মানের প্রকৌশলী। যাদের মাধ্যমে আমরা অর্থনৈতিক ও কারিগরি ক্ষেত্রে লাভবান হতে পারবো।
আগামী বৃহস্পতিবার ও শুক্রবার দুই দিনই সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মেলা চলবে বলে জানান তিনি।
তিনি বলেন, সামিটে তথ্য প্রযুক্তিগত জ্ঞান বিতরণ করবে আমেরিকা, ইংল্যান্ড, সুইজারল্যান্ড, ইতালি, ভারত, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের এবং বাংলাদেশের স্বনামধন্য আইটি বিশেষজ্ঞরা।