হাওর বার্তা ডেস্কঃ তরুণ প্রজন্মকে বিশ্বে নেতৃত্ব দিতে তথ্য-প্রযুক্তি নির্ভর শিক্ষায় শিক্ষিত হওয়ার আহবান জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি। মঙ্গলবার ঢাকার ধানমন্ডিতে ইউনিভারসিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ এর ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান তিনি। এ সময়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী কেক কেটে ইউনিভারসিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ এর ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্বোধন করেন।
তিনি বলেন, উদ্ভাবনী কৌশল এবং গবেষণা কর্মের মাধ্যমে বিশ্বকে গড়ে তুলতে হবে। বর্তমান বিশ্বের প্রত্যেক নাগরিক তথ্য-প্রযুক্তি এবং ইন্টারনেটের মাধ্যমে একে অপরের সাথে সংযুক্ত।
তিনি আরো বলেন, তরুণ শিক্ষার্থীরাই সমাজ পরিবর্তনের দূত। তরুণরাই ইতিবাচক পরিবর্তন এনে গড়ে তুলবে সমৃদ্ধশালী ভবিষ্যত বাংলাদেশ। সে কারণে শিক্ষার্থীদেরকে শিক্ষা জীবনে সচেষ্ট থেকে জ্ঞান নির্ভর শিক্ষা গ্রহণের আহবান জানান তিনি।
শিরীন শারমিন বলেন, বিশ্বে বাংলাদেশ আজ দ্রুত অগ্রসরমান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলিষ্ঠ নেতৃত্বে বর্তমান সরকার তৃণমূলে সকল সুবিধা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিগত দশ বছরে দারিদ্রের হার ৪০শতাংশ থেকে ২২শতাংশে নেমে এসেছে, মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু হ্রাস, বাল্যবিবাহ প্রতিরোধ, বয়স্ক ও বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা প্রদান করছে। রপ্তানি আয়, রিজার্ভ ও রেমিট্যান্সসহ সামাজিক ও অর্থনৈতিক সকল সূচকে বাংলাদেশের অবস্থান আজ সুদৃঢ়। বাংলাদেশ ইতোমধ্যে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়শীল দেশে উন্নীত হওয়ার গৌরব অর্জন করেছে। বাংলাদেশ ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে, ২০২৪ সালের মধ্যে পরিপূর্ণ উন্নয়নশীল দেশে এবং ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হবে বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, বাংলাদেশ এখন তথ্য যোগাযোগ প্রযুক্তির মহাসড়কে অবস্থান করছে। অভ্যন্তরীণ ও বৈশ্বিক যোগাযোগ ব্যবস্থা আরও সহজতর করতে নিরাপদ ইন্টারনেট সেবা তৃণমূল পর্যন্ত পৌঁছে দিতে কাজ করছে সরকার। বর্তমান সরকার ইতোমধ্যে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নতুন অবকাঠামো নির্মাণ ও কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়েছে-যা নতুন প্রজন্মকে তথ্য প্রযুক্তিতে দক্ষ করে তুলতে ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন ।
এ সময়ে স্পিকার ক্ষুধা, দারিদ্র ও বৈষম্যমুক্ত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে তরুণ শিক্ষার্থীদের একযোগে কাজ করতে আহবান জানান।