এবার নারীশক্তির জয়জয়কারভারতীয় বিমানবাহিনীতে। খুব শীঘ্রই বিমানবাহিনী পেতে চলেছে মহিলা পাইলট। এখনও পর্যন্ত ভারতের বিমানবাহিনীতে কোনও মহিলা পাইলট নেই। বৃহস্পতিবারের ঘোষণা বাস্তবায়িত হলে ভারতে প্রথমবার যুদ্ধবিমান চালাবেন কোনও মহিলা।
বৃহস্পতিবার ভারতীয় বিমানবাহিনীর ৮৩তম জন্মদিন। প্রধান অরূপ রাহা জানিয়েছেন, বিমানবাহিনীর জন্মদিনেই মহিলা পাইলট নিয়োগের সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। তার কথায়, ‘আমাদের দেশে অসামরিক বিমান ও হেলিকপ্টার চালান মহিলারা। সেই কারণেই আমরা পরিকল্পনা করেছি, এবার যুদ্ধবিমানও চালাবেন মহিলারা। খুব শিগগিরই বিমানবাহিনীতে মহিলা পাইলট নিয়োগ করা হবে।’ আসমারিক বিমান ও হেলিকপ্টার চালাতে পারলে মহিলারা যুদ্ধবিমানও চালাতে পারবেন বলে জানিয়েছেন ভারতীয় বিমানবাহিনীর প্রধান।
ভারতের সামরিক বাহিনীর ইতিহাসে মহিলাদের এখনও যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়নি। সেনাবাহিনী ও নৌসেনাতেও মহিলা বাহিনী রয়েছে। কিন্তু যুদ্ধক্ষেত্রে তাদের পাঠানো হয় না। বিমানবাহিনীতে মহিলা পাইলটদের যুদ্ধক্ষেত্রেও পাঠানো হবে।