হাওর বার্তা ডেস্কঃ রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে আরও বলা হয়, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
মৌসুমী বায়ুর অক্ষ ভারতের বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত এবং মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয়, যা উত্তর বঙ্গোপসাগরে তা দুর্বল অবস্থায় রয়েছে।
গতকাল (বুধবার) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোর ৩৬.৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গল ২২.৩ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে কক্সবাজারে ২৪ মিলিমিটার।
আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ৫১ মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৫টা ৪৩ মিনিটে।