জাতীয় পার্টির মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবলু বলেছেন, বর্তমান পরিস্থিতির দায় জাতীয় পার্টি নেবে না। সোমবার বনানী’র দলীয় চেয়ারম্যানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। ওই সংবাদ সম্মলনে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, সরকার সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। এসময় একজন সাংবাদিক প্রশ্ন করেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসাবে সরকারের এসব ব্যর্থতার দায়ভার আপনি নিবেন কিনা? এ প্রশ্নের জবাবে এরশাদ বলেন, এটা আমার জন্য খুব স্পর্শকাতর বিষয়। আমি এটা নিয়ে কথা বলতে চাই না। তখন পাশে থাকা জাপা মহাসচিব বলেন, প্রধানমন্ত্রীর বিশেষ দূত একটি আলঙ্কারিক পদ। এটি বিশ্বের বিভিন্ন দেশেই আছে। তার মূল পদ জাতীয় পার্টির চেয়ারম্যান। বর্তমান পরিস্থিতির দায় জাতীয় পার্টি নেবে না।
সংবাদ শিরোনাম
বর্তমান পরিস্থিতির দায় জাতীয় পার্টি নেবে না
- Reporter Name
- আপডেট টাইম : ১১:২৪:০৭ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০১৫
- ৪৫৯ বার
Tag :
জনপ্রিয় সংবাদ