এফডিসিতে গভীর শ্রদ্ধায় বঙ্গবন্ধুকে স্মরণ

হাওর বার্তা ডেস্কঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। এফডিসিতে অবস্থিত বিভিন্ন পেশাজীবী সংগঠন দিনটিকে শ্রদ্ধাভরে স্মরণ করে।

বুধবার (১৫ আগস্ট) সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান চলচ্চিত্রকর্মী ও এফডিসি কর্তৃপক্ষ এবং ১৮টি সংগঠনের নেতাকর্মীরা। তারপর এফডিসির জহির রায়হার কালার ল্যাব আডিটরিয়ামে বঙ্গবন্ধুকে নিয়ে তথ্যচিত্র প্রদর্শনী শেষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন জনপ্রিয় চিত্রনায়ক ফারুক, এফডিসির এমডি আমির হোসেন, মিশা সওদাগর, রিয়াজ, জায়েদ খান, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, বাংলাদেশ বেতার শিল্পী সংঘের সাধারণ সম্পাদক সাইফুল আজম বাশার, হল মালিক সমিতির মিঞা আলাউদ্দিন, নির্মাতা শাহ আলম কিরণ, নায়িকা অঞ্জনা, দিলারা প্রমুখ।

শুরুতেই ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর সঙ্গে মৃত্যুবরণ করা সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘আমাদের যেমন বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করতে হবে, তার পাশাপাশি তাঁর শত্রুদের ধ্বংস করার চিন্তাও করতে হবে। তিনি সৎ একজন মানুষ ছিলেন। এই দেশে কালে কালে বেঈমান জন্মেছে। সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। দেশের বেঈমান বঙ্গবন্ধুর শত্রু।’

এফডিসির এমডি আমির হোসেন বলেন, ‘বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। তিনি যে বাংলাদেশে রচনা করার স্বপ্ন দেখেছেন আমরা উনার নীতি আদর্শ মেনে সেই বাংলাদেশ তৈরি করতে চাই।’

শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর বলেন, ‘আমি কোনো নেতা না, অভিনেতা। আমি একটা দেশে বসবাস করি। যে দেশ চলে কিছু নিয়মনীতি মেনে। নীতিগত ভাবে আমরা এক হয়ে কাজ করতে চাই। আজকের এই দিনে বঙ্গবন্ধুসহ যারা প্রাণ হারিয়েছিলেন, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। বর্তমান প্রধানমন্ত্রীর হাতকে আরো শক্তিশালী করা আমাদের দায়িত্ব।’

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খান বলেন, ‘বঙ্গবন্ধুই আমার কাছে সেরা আদর্শ। তাঁর সব কিছুই আমাকে অনুপ্রাণিত করে। আসলে তাঁর মতো কেউ নেই। যদি আরো অনেকগুলো বছর তিনি আমাদের দেশটাকে নেতৃত্ব দিতে পারতেন, তবে হয়তো আরো অনেক উন্নত থাকত বাংলাদেশ। কিছু জঘন্য, বিকৃত, লোভী মানুষ পশুর মতো হামলা করেছিল বঙ্গবন্ধুর ওপর, তাঁর প্রিয়জনদের ওপর। ভেবেছিল বঙ্গবন্ধুকে খুন করলেই তার আদর্শমুছে যাবে। সেটা কোনোদিন হবার নয়। এই জাতি বঙ্গবন্ধুর আদর্শকে হৃদয়ে ধারণ করে আছে।’

শোক দিবসে শুটিং বন্ধ : আজ জাতীয় শোক দিবস। এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধুকে পরিবারসহ হত্যা করা হয়। এই দিনটিকে সারা বাংলাদেশে জাতীয়ভাবে স্মরণ করা হচ্ছে। এফডিসিতেও দিনটিকে স্মরণ করা হয় শ্রদ্ধাভরে। শোক দিবসকে কেন্দ্র করে বন্ধ রাখা হয় চলচ্চিত্রের সব ধরনের শুটিং।

এফডিসির বিভিন্ন শুটিং ফ্লোর ঘুরে দেখা যায়, আজ কোনো ফ্লোরে শুটিং হয়নি। এফডিসির জনসংযোগ কর্মকর্তা হিমাদ্রি বড়ুয়া বলেন, ‘জাতীয় শোক দিবস উপলক্ষে অন্য সব প্রতিষ্ঠানের মতো এফডিসির প্রশাসনিক কার্যক্রমও বন্ধ আছে। এমনকি আজকের এই দিনে শুটিংও বন্ধ রাখা হয়েছে।’

ঢাকার অদূরে নারায়ণগঞ্জে মোহাম্মদ আসলাম পরিচালিত ‘প্রতিশোধের আগুন’ চলচ্চিত্রের শুটিংও বন্ধ রাখা হয়েছে। ছবির পরিচালক মোহাম্মদ আসলাম বলেন, ‘আমরা টানা শুটিং করে ছবির কাজটি করে যাচ্ছি। কিন্তু আজ বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকীতে আমরা শুটিং করছি না। আগামীকাল থেকে আবারও শুটিং করব। আশা করি ঈদের আগে অনেক কাজই শেষ করে ফেলব।’

এই ছবিতে অভিনয় করছেন নায়ক জায়েদ খান ও শাহরিয়াজ। ছবিতে তাঁদের বিপরীতে অভিনয় করবেন মৌ খান ও অস্ট্রেলিয়া প্রবাসী নবাগত নায়িকা নাজ।

অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের শুটিং হাউজ দিপু ভিলায় চলছিল ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ ছবির শেষ দৃশ্যের শুটিং। পরিচালক দেবাশীষ বিশ্বাসও আজ কাজ বন্ধ রেখেছেন।

দেবাশীষ বিশ্বাস বলেন, ‘আমরা জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ শুটিং করছি না। আগামীকাল থেকে আবারও শুটিং শুরু করব। আশা করছি আগামী ১৮ তারিখের মধ্যে আমি আমার ছবির দৃশ্যের কাজ শেষ করতে পারব।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর