দেশের অধিকাংশ নদ-নদীর পানি বৃদ্ধি

হাওর বার্তা ডেস্কঃ দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের ফলে গত ২৪ ঘণ্টায় দেশের ৪৯টি নদ-নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। আগামী ৭২ ঘণ্টায় দেশের ৯৪টি নদীর মধ্যে গঙ্গা ও পদ্মা এলাকার ৪৯টি নদ-নদীর পানি সমতল বৃদ্ধি পাবে এবং ৪২টি নদীর পানি হ্রাস পাবে।

আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। কলমাকন্দায় সোমেশ্বরী নদীর পানি বিপৎসীমার ১৭ সেন্টিমিটার ও ঝিকরগাছায় কপোতাক্ষ নদের পানি বিপদ সীমার ৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

আগামী ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র, যমুনা ও পদ্মার নদ-নদীর পানি সমতল স্থিতিশীল এবং মেঘনা অববাহিকার নদীসমূহের পানি সমতল হ্রাস পাবে বলে বন্যা সতর্কী কেন্দ্র জানায়।

আবহাওয়া কার্যালয় আরো জানায়, আজ বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, রংপুর, খুলনা বিভাগসহ কুমিল্লা, নোয়াখালী, সন্দ্বীপ ও সীতাকুণ্ড অঞ্চলসহ দেশের বিভন্ন জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও বজ্রবৃষ্টিসহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারি বর্ষণ অব্যাহত থাকতে পারে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর