হাওর বার্তা ডেস্কঃ হারলে সিরিজ শেষ, জিতলে টিকে থাকা। যাকে বলা চলে বাঁচা মরার ম্যাচ। বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে সমীকরণটা এমনই।
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হারতে হয়েছিল ব্যাটিং ব্যর্থতায়। পুরোপুরি ব্যাটিং ব্যর্থতা যে সেটাও কিন্তু না। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে সেদিন ২০ ওভারে ১৪৩ নেয় বাংলাদেশ। ইনিংস বিরতিতে আবার বৃষ্টি। লম্বা বিরতির পর ম্যাচ শুরু হলে ওভার কমে ১১ ওভারে ৯৩ রানের লক্ষ্য পায় স্বাগতিকরা। রান টপকাতে ৯.১ ওভার লাগে ক্যারিবীয়দের।
দ্বিতীয় ম্যাচ রবিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সেন্ট্রাল বোর্ড রিজিওনাল পার্ক মাঠে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ। শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৬টায়।
সফরের দুই টেস্টে হার, ওয়ানডেতে ২-১ এ সিরিজ জয়। প্রথম টি-টোয়েন্টিতে হারলেও তা সহজে নিশ্চয়ই সিরিজটা হাতছাড়া করতে চাইবে না বাংলাদেশ! অন্যদিকে প্রথম ম্যাচ জিতে পরের ম্যাচেও হারতে চাইবে না ওয়েস্ট ইন্ডিজ।
শেষ মুহূর্তে কোনও ইনজুরি সমস্যা না হলে এখন পর্যন্ত অপরিবর্তিত দল নিয়েই মাঠে নামার সম্ভাবনা রয়েছে দু’দলেরই।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তামিম ইকবাল, লিটন কুমার দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, আরিফুল হক, মেহেদী মিরাজ, মুস্তাফিজুর রহমান, নাজমুল ইসলাম অপু ও রুবেল হোসেন।
ওয়েস্ট ইন্ডিজ সম্ভাব্য একাদশ
এভিন লুইস, আন্দ্রে ফ্লেচার, মারলন স্যামুয়েলস, দীনেশ রামদিন, আন্দ্রে রাসেল, রোভম্যান পাওয়েল, কার্লোস ব্রেথওয়েট (অধিনায়ক), কেমো পল, এশলে নার্স, সামিউল বাদ্রি ও কেস্রিক উইলিয়াম।