হাওর বার্তা ডেস্কঃ ব্রাজিল তারকা ম্যালকমকে কেনার সব ধরনের প্রস্তুতি সেরে ফেলেছিল এএস রোমা। কিন্তু শেষ মুহুর্তে বাধা হয়ে দাঁড়ায় বার্সেলোনা। এক প্রকার হাইজ্যাক করেই তাকে কিনে নেয় তারা।
যদিও পরবর্তীতে ম্যালকমকে হাইজ্যাকের কারণে ক্ষমা চান বার্সেলোনার সভাপতি জোসেফ মারিয়া বার্তামেউয়ে। কিন্তু তার সেই ক্ষমা চাওয়ার ধরণ মোটেও আমলে নেয়নি রোমা সভাপতি। বরং ম্যালকমের পরিবর্তে মেসিকে চাইছেন তিনি।
প্রসঙ্গত, এদিকে মেসি অধরা থাকলেও বার্সেলোনার এক সদস্যকে ঠিকই দলে ভিড়িয়েছে রোমা। তিনি কোনো ফুটবলার নন। ফ্রান্সেসকো ক্যালভো ছিলেন বার্সেলোনার প্রধান রাজস্ব কর্মকর্তা। বার্সার রাজস্ব-খাতের দেখাশোনা রাখতেন। কিন্তু এখন তিনি রোমার। বার্সেলোনা আর রোমা কিছুদিন আগে একে অপরের মুখোমুখি হয়েছিল যুক্তরাষ্ট্রে। সেই ম্যাচে ৪-২ গোলে জয় তুলে নেয় রোমা। এই ম্যাচের পরেই ক্যালভোকে দলে ভিড়িয়েছে রোমা।