ঢাকা ০৯:৪১ পূর্বাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

আমার আয়ু আর মাত্র কয়েক মাস’, বললেন বিমর্ষ ইরফান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৭:০৯ পূর্বাহ্ন, শনিবার, ৪ অগাস্ট ২০১৮
  • ৩২৩ বার

হাওর বার্তা ডেস্কঃ দিন গুণছেন না। সব কিছু ছেড়ে দিয়েছেন জীবনের উপর। শেষ দিন বলে তার কাছে কিছু নেই। মস্তিষ্কে বিরল ক্যান্সারে আক্রান্ত বলিউড তরকা ইরফান খান।

লন্ডনে চিকিৎসারত ইরফানের শরীর ভেঙে গেছে। সংবাদ সংস্থা এপি’কে দেয়া একটি সাক্ষাত্‍ৎকারে তিনি বলেন, ক্যান্সার তার জীবনকে এক ঝটকায় নাড়িয়ে দিয়েছে। গত ৩০ বছর ধরে যোগ করছেন, কিন্তু মনকে এখনও শান্ত করেতে পারেননি। এই মুহূর্তে তার কেমোথেরাপি চলছে। ক্যান্সার তাকে জীবনের এক কিনারায় দাঁড় করিয়ে দিয়েছে।

তিনি আরও বলেন, কেমোর চতুর্থ পর্যায় শেষ। ৬টি কেমো হবে তারপর স্ক্যান। তৃতীয় কেমোর পর স্ক্যানের রেজাল্ট পজিটিভ ছিল। ৬টি কেমোর শেষে কী রকম থাকে, সেটাই আসল। তখন বোঝা যাবে। জীবনের কোনও গ্যারান্টি নেই। কারও নেই। আমার মন যেন সব সময় কানের কাছে ফিসফিস করে বলছে, তোমার এই রোগ হয়েছে। যে কোনও সময় মৃত্যু হবে। কিংবা মাঝে মাঝে এই চিন্তাটা জাস্ট উড়িয়ে দিয়ে জীবন যেমন আছে, সে ভাবেই এনজয় করছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আমার আয়ু আর মাত্র কয়েক মাস’, বললেন বিমর্ষ ইরফান

আপডেট টাইম : ১০:২৭:০৯ পূর্বাহ্ন, শনিবার, ৪ অগাস্ট ২০১৮

হাওর বার্তা ডেস্কঃ দিন গুণছেন না। সব কিছু ছেড়ে দিয়েছেন জীবনের উপর। শেষ দিন বলে তার কাছে কিছু নেই। মস্তিষ্কে বিরল ক্যান্সারে আক্রান্ত বলিউড তরকা ইরফান খান।

লন্ডনে চিকিৎসারত ইরফানের শরীর ভেঙে গেছে। সংবাদ সংস্থা এপি’কে দেয়া একটি সাক্ষাত্‍ৎকারে তিনি বলেন, ক্যান্সার তার জীবনকে এক ঝটকায় নাড়িয়ে দিয়েছে। গত ৩০ বছর ধরে যোগ করছেন, কিন্তু মনকে এখনও শান্ত করেতে পারেননি। এই মুহূর্তে তার কেমোথেরাপি চলছে। ক্যান্সার তাকে জীবনের এক কিনারায় দাঁড় করিয়ে দিয়েছে।

তিনি আরও বলেন, কেমোর চতুর্থ পর্যায় শেষ। ৬টি কেমো হবে তারপর স্ক্যান। তৃতীয় কেমোর পর স্ক্যানের রেজাল্ট পজিটিভ ছিল। ৬টি কেমোর শেষে কী রকম থাকে, সেটাই আসল। তখন বোঝা যাবে। জীবনের কোনও গ্যারান্টি নেই। কারও নেই। আমার মন যেন সব সময় কানের কাছে ফিসফিস করে বলছে, তোমার এই রোগ হয়েছে। যে কোনও সময় মৃত্যু হবে। কিংবা মাঝে মাঝে এই চিন্তাটা জাস্ট উড়িয়ে দিয়ে জীবন যেমন আছে, সে ভাবেই এনজয় করছি।