অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে অশ্লীল এসএমএস পাঠানোর অভিযোগে এক মহিলাকে গ্রেফতার করল সোনারপুর থানার পুলিশ৷ বুধবার রাতে যাদবপুর এলাকার বিজয়গড় থেকে অ্যানি সিং ওরফে অনিতা নামে ওই মহিলাকে গ্রেফতার করে পুলিশ৷ শ্রীলেখার অভিযোগ, মাসখানেক ধরেই একটি নির্দিষ্ট নম্বর থেকে নানারকম অশ্লীল এসএমএস আসছে তাঁর ফোনে৷ এই অভিযোগ জানিয়ে গত রবিবার সোনারপুর থানায় ডায়েরি করেন তিনি৷ পুলিশকে তিনি জানান, বারবার বারণ করা সত্ত্বেও এসএমএস আসা বন্ধ হয়নি৷ সেই এসএমএস-এ কখনও অভিনেত্রীকে চুম্বনের প্রস্তাব, কখনও তাঁর সঙ্গে একান্তে সময় কাটানো, কখনওবা তাঁকে নিয়ে বাইরে ঘুরতে যাওয়ার কথা এসএমএস-এ বলা হয়েছে৷ আর এতে অত্যন্ত অসম্মানিতবোধ করেছেন অভিনেত্রী৷ বেশ কয়েকদিন ধৈর্য ধরার পর অবশেষে পুলিশের দ্বারস্থ হন তিনি৷শ্রীলেখা জানিয়েছেন, “নানা সময়েই ভক্তরা ফোন করে কথা বলেন৷ কাজের প্রশংসা করেন। কিন্তু এই মহিলা প্রথমদিন ভোর সাড়ে পাঁচটায় ফোন করেন৷ বিষয়টিকে তেমনভাবে গুরুত্ব দিইনি৷ কারণ ওই মহিলাকে অন্ধ ভক্তই ভেবেছিলাম৷ কিন্ত্ত তার পর থেকেই বারবার ফোন করা শুরু করেন ওই মহিলা৷” শ্রীলেখার কথায়, “বিরক্ত হয়ে ওই মহিলার নম্বরটি ব্লক করে দিলেও দিনে ১৫০-২০০টি অশ্লীল এসএমএস করতেন তিনি৷ এতেই শেষ নয়৷ ওঁর নম্বরটি ব্লক করে দেওয়ায় রাস্তাঘাটের যাঁর-তাঁর মোবাইল ফোন থেকে আমাকে ফোন করা শুরু করেন তিনি৷ বিরক্ত হয়ে একসময় আমি অন্য নম্বরই ধরা বন্ধ করে দিয়েছলাম৷ কিন্ত্ত এতে কাজের ক্ষতি হওয়ায় বাধ্য হয়ে পুলিশে অভিযোগ করি৷”
অভিনেত্রীর অভিযোগ পেয়ে, পুলিশ ওই নম্বরটির সূত্র ধরে অভিযুক্তর খোঁজে তল্লাশি শুরু করে৷ নম্বরটি টাওয়ার লোকেশন দেখে জানতে পারে বিজয়গড় এলাকা থেকে ওই এসএমএসগুলি করা হচ্ছে৷ এরপর বুধবার রাতে সেখানে পৌঁছে হতবাক হয়ে যায় পুলিশের দলটি৷ পুলিশের ধারণা ছিল কোনও পুরুষ এই ধরনের আচরণ করছেন। কিন্তু অভিযুক্তর খোঁজে গিয়ে দেখা যায় এক মহিলার মোবাইল থেকে ওই এসএমএসগুলি করা হত৷ তবে পুলিশ দেখছে ওই মহিলাই এই এসএমএসগুলি পাঠিয়েছেন নাকি তাকে সামনে রেখে অন্য কেউ এর পিছনে রয়েছে৷
মাঝেমধ্যেই বিভিন্ন্ অভিনেত্রীর মোবাইলে অশালীন এসএমএস বা কুরুচিপূর্ণ ছবি পাঠানো অভিযোগ আগেও উঠেছে৷ এবার অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে এ ধরনের এসএমএস পাঠানোর অভিযোগে টালিগঞ্জ পাড়া রীতিমতো তোলপাড়।
সংবাদ শিরোনাম
অভিনেত্রী শ্রীলেখাকে অশ্লীল এসএমএস, শ্রীঘরে তরুণী
- Reporter Name
- আপডেট টাইম : ১২:০২:২০ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০১৫
- ৩২১ বার
Tag :
জনপ্রিয় সংবাদ