হাওর বার্তা ডেস্কঃ ‘নিজের কবর নিজেই খোঁড়া’ এমন প্রবাদ শুনেছেন অনেকে। কিন্তু বাস্তবে কেউ নিজের কবর নিজেই খুঁড়তে পারে তা শুনে অবিশ্বাস্য লাগতে পারে। অবিশ্বাস্য হলেও সত্যি এমন ঘটনা ঘটেছে ভারতের হায়দরাবাদে।
হায়দরাবাদের ৭০ বছর বয়সী লাচ্চি রেড্ডি ঠিক এমনটাই ঘটিয়েছেন। মৃত্যুর সময় হয়ে এসেছে এই বিশ্বাসে লাচ্চি রেড্ডি কবর খুঁড়েছেন বাড়ির পাশেই। ধৈর্য ধরে নিজের কবর নিজেই খুঁড়েছেন। যত্নে তৈরি করেছেন নিজের সমাধি।
লাচ্চি রেড্ডি পুলিশকে লিখিতভাবে জানান, ঈশ্বর তাকে ডাকছে, এ জন্য এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে তাকে। ঈশ্বরের কথা মতো নিজের কবর নিজে খুঁড়ে কাজ এগিয়ে রেখেছেন তিনি।
পুলিশ এই লিখিত চিঠি পেয়েই সতর্ক হয় এবং লাচ্চির বাড়িতে পৌঁছায়। সেখানে পৌঁছে লাচ্চি ও তার মেয়ের সাথে কথা বলে কাউন্সেলিং-এর চেষ্টাও করে পুলিশ।
পুলিশের এক কর্মকর্তা বলেন, লাচ্চি সব সময় পূজা করেন। আধ্যাত্মিক বিষয় নিয়েই থাকেন তিনি। পরিবারের কারও সাথেও তেমন সম্পর্ক নেই। খবর পেয়ে আমরা তার বাড়িতে যাই। তিনি যেনো নিজের খোঁড়া কবরের দিকে আর না যান সে ব্যবস্থা করছি।