মাগুরায় শিক্ষাজীবনের নিশ্চয়তা পেল হতদরিদ্র ১৬ শিক্ষার্থী

হাওর বার্তা ডেস্কঃ মাগুরার ১৬ জন হতদরিদ্র ছাত্রছাত্রীকে শিক্ষাবৃত্তি দেয়া হয়েছে। শুধু তাই নয়, তাদেরকে সাফল্য অনুযায়ী শিক্ষাজীবনের বিভিন্ন ধাপে এই সহযোগিতা অব্যাহত রাখার নিশ্চয়তা দিল একটি বেসরকারি সংস্থা। মাগুরা জেলার চারটি উপজেলা ও যশোরের বাঘারপাড়া উপজেলার ১৬ শিক্ষার্থীকে ২০১৮ সালের মাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফলের জন্য প্রথম ধাপে তাদের প্রত্যেককে ১২ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়েছে। ছয় মাস পর আবার তাদের প্রত্যেককে একই পরিমাণ আর্থিক সহযোগিতা দেয়া হবে।

বৃহস্পতিবার সকালে মাগুরা রোভা ফাউন্ডেশন কার্যালয়ে ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কাজী কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রথম ধাপের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু সুফিয়ান।

পল্লী কর্ম-সহায়ক প্রকল্প (পিকেএসএফ) মাগুরা রোভা ফাউন্ডেশনের সহযোগিতায় এই শিক্ষাবৃত্তি প্রদান করেছে।

রোভা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কাজী কামরুজ্জামান জানান, বৃত্তিপ্রাপ্তদের মধ্যে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফল করবে- তাদেরকে উচ্চশিক্ষা লাভে সহায়তাস্বরূপ আর্থিক সহযোগিতা অব্যাহত থাকবে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর