হাওর বার্তা ডেস্কঃ নিরাপদ সড়ক ও সড়কে শৃঙ্খলার দাবিতে টানা ছাত্র আন্দোলনের মধ্যে উল্টো পথে চলছিলেন পুলিশের এক বড় কর্মকর্তা। কিন্তু বাধা হয়ে দাঁড়ালো ছাত্ররা। আর প্রতিরোধের মুখে তিনি ঠিকই পরে সঠিক পথে যাত্রা শুরু করেন। বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে ফার্মগেট ফুটওভারের নিচে এই ঘটনা ঘটে।
গাড়িটির পেছনে নম্বর প্লেটে নং-৫০৮৫ লেখা ছিল। তবে ওই গাড়িতে পুলিশের কোনো কর্মকর্তা ছিল না জানা যায়নি। কারণ, ছাত্ররা পরিচয় জানতে চাইলেও ভেতরে থাকা কেউ জানলার কাঁচা খোলেনি।
তবে তিনি যে পুলিশের বড় কর্মকর্তা, সেটি তার গাড়িটিই বলে দিচ্ছিল। দামি এই গাড়িতে বাহিনীর মাঝারি কোনো কর্মকর্তাকে বরাদ্দ দেয়ার কথা নয়।
গত সোমবার থেকে সড়কে অবস্থান নেয়া শিক্ষার্থীরা বুধবার থেকেই ব্যাপকহারে চালকের লাইসেন্স পরীক্ষা শুরু করে। বৃহস্পতিবারও তা অব্যাহত ছিল।
আর এই করতে গিয়ে দেখা যায়, সরকারি সংস্থা এমনকি আইনশৃঙ্খলা বাহিনী যারা সড়কে আইন প্রয়োগ করবে, তারাও এ বিষয়ে সচেতন নন।
মিরপুর রোডে বিজিবির দুটি, পুলিশের একটি এবং ঢাকা ওয়াসার একটি গাড়ির চালক লাইসেন্স দেখাতে না পারার পর তাদের বিরুদ্ধে মামলা করায় ছাত্ররা।
ফার্মগেট হয়ে মহাখালী ও কারওয়ানবাজারগামী সকল বাস, সিএনজি ও মোটরসাইকেলের চালকের ড্রাইভিং লাইসেন্স আছে কি না তা পরীক্ষা করতে থাকে ছাত্ররা। যাদের লাইসেন্স আছে তাদের ছেড়ে দেওয়া হচ্ছে। আর যেসব গাড়ির বা চালকের লাইসেন্স বা গাড়ির কাগজপত্র নেই সেগুলোকে পুলিশ দিয়ে মামলা দেওয়া হচ্ছে।
যান চলাচলে কিছুটা ধীরগতি থাকলেও সুশৃঙ্খলভাবে চলছে সব যানবাহন। লাইন ভেঙে বা প্রতিযোগিতা করে কোন যানবাহন ওভারটেকিং করছে না।
মুমুর্ষ রোগী বহনকারী অ্যাম্বুলেন্সগুলোকে যানজটে দাঁড়িয়ে হুইসেলও বাজাতে হয়নি। অ্যাম্বুলেন্স দেখলেই ছাত্ররা রাস্তায় যানবাহন সরিয়ে তা রাস্তা পার করে দিচ্ছে।
ফার্মগেট এলাকায় সকাল থেকে শিক্ষার্থীদের আনা গোনা ছিল। তবে বৃষ্টি শুরু হওয়ায় তারা সেখান থেকে সরে যায়। বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টির বাড়লেও তাদের উপস্থিতি বাড়তে থাকে।
সরকারি বিজ্ঞান কলেজ, হলিক্রস স্কুল অ্যান্ড কলেজসহ আশপাশের বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জড়ো হয় সেখানে। পুলিশ প্রথম দিকে তাদের বুঝিয়ে সরিয়ে দিলেও পরে তা সম্ভব হয়নি।
‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগানে মুখর হতে থাকে গোটা এলাকা। শত শত শিক্ষার্থী সড়কের বসে স্লোগান দিচ্ছে।
সূত্রঃ ঢাকাটাইমস