আদনান ফারুক হিল্লোলের সঙ্গে ছাড়াছাড়ির পর দীর্ঘ একাকী জীবন। মেয়েকে নিয়ে সংগ্রাম। নানা রকম প্রতিকূলতা। অভিনয় জগত থেকে হারিয়ে যাওয়া। অদ্ভুত জীবন যাপনের জন্য সংবাদ শিরোণাম। দুঃসময় কাটিয়ে উঠছেন শ্রাবস্তী দত্ত তিন্নি। অভিনয়ে ফিরেছেন সম্প্রতি। আর জীবনে এসেছে নতুন মানুষ। সম্প্রতি ফেসবুকে ২১টি ছবি পোস্ট করে তিন্নি লিখেন, ‘আমার জীবনে এসেছে এক নতুন মানুষ। তার নাম এ এইচ এস। যে আমার জীবনকে আবারো সুন্দর করে তুলেছে। আমার স্বাদ-আহ্লাদ পূরণ করছে।’ নতুন মানুষের সঙ্গে ছবিও পোস্ট করেছেন তিন্নি। ওদিকে, এক সাক্ষাতকারে তিন্নি তার অভিনয়ে ফেরা নিয়ে কথা বলেছেন। যাদের সঙ্গে আগে কাজ করেছেন তাদের কারও কারও বিরুদ্ধে অভিযোগ তার। তিন্নি বলেছেন, ‘আমি নিয়মিত কাজ করতে চেয়েছিলাম, কিন্তু কাজ করতে গিয়ে নানা সমস্যার মুখোমুখি হতে হয়েছে। পারিশ্রমিক কমানো থেকে শুরু করে নানা আবদার শুনতে হয়েছে। কেউ কেউ আপত্তিকর সুযোগ নিতে চেয়েছে। আমি কাউকে সুযোগ দিয়ে কাজ করতে চাইনি।
সংবাদ শিরোনাম
তিন্নির জীবনে নতুন মানুষ
- Reporter Name
- আপডেট টাইম : ১০:৪৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০১৫
- ৩১৩ বার
Tag :
জনপ্রিয় সংবাদ