হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের আমিরগঞ্জ বাজারের আমিরহাটি থেকে ইটনা থানার অফিসার ইনচার্জ মুর্শেদ জামানের নেতৃত্বে এসআই ফারুক আহমেদ, এসআই কামরুজ্জামান, এএসআই আজিজুল ইসলাম, এএসআই উজ্জল মিয়া, এএসআই কাউছার আল মাসুদ সহ সংগীয় ফোর্স নিয়ে সোমবার ভোর বেলায় বিশেষ অভিযান চালিয়ে ৩শ বোতল বিদেশী মদ সহ দিলোয়ার হোসেন দিলু (৩৮) নামে ১ ব্যাক্তিকে গ্রেফতার করে। তার বাবার নাম মেহের আলী।
অফিসার ইনচার্জ মুর্শেদ জামান জানান, দিলোয়ার হোসেন দিলু দীর্ঘদিন যাবৎ ইটনা উপজেলার বিভিন্ন এলাকা ও পাশ্ববর্তী হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ, সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলায় মদ, ইয়াবা সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রয় করে আসছিল। এতে এই অঞ্চলগুলোর যুব সমাজ ধংসের মুখে উপনীত হচ্ছিল। তার গ্রেফতারে এলাকার মানুষ স্বস্তি প্রকাশ করেন। এক পর্যায়ে তিনি আরও জানান ইটনা থানায় এত বিপুল পরিমাণ বিদেশী মদ জব্দ করা এটাই প্রথম। ১৯৭৪ সালের বিশেষ আইনের ২৫ এর বি ধারায় ইটনা থানার মামলা নং-০৮, তারিখ-১৬/৭/১৮ আসামীকে কিশোরগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়।