হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের মিঠামইনে পাঁচ খুনের ঘটনায় ৩ ভাইকে হত্যা মামলার প্রধান আসামি মারুফ মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১০ জুলাই) সকালে মিঠামইন উপজেলা ঢাকী ইউনিয়নের চারিগ্রামের নিজ বাড়ি থেকে মারুফকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, জলমহাল নিয়ে বিরোধ চলছিলো প্রভাবশালী মারুফ আর মাসুম গ্রুপের মধ্যে। এ ঘটনার জেরে গত বছরের ৯ নভেম্বর সকালে তিন ভাই ফারদিস মিয়া, মাখন ও মাসুম বাজার থেকে বাড়ি যাওয়ার পথে মারুফসহ তার লোকজন দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তিন ভাই মারা যায়। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে, নিহতের স্বজনরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালালে শুরু হয় রক্ষক্ষয়ী সংঘর্ষ। এতে প্রাণ যায় আরো দুইজনের।
পরে নিহত ফারদিসের ছেলে রিফাকুল মারুফকে প্রধান আসামী করে ১২৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ মামলায় এখন পর্যন্ত ৪৫ জন গ্রেফতার রয়েছে।