হাওর বার্তা ডেস্কঃ প্রথমবারের মতো গাঁজা থেকে তৈরি ওষুধের অনুমোদন দিয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। গত সোমবার এ সিদ্ধান্তের বিষয়টি ঘোষণা দেয়া হয়।
এ সংক্রান্ত উপদেষ্টা কমিটি গত এপ্রিলের Epidiolex নামের ওষুধটির অনুমোদনের সুপারিশ করেছিল। দুটি বিরল ধরনের মৃগীরোগে (Lennox-Gastaut syndrome and Dravet syndrome) আক্রান্তদের ক্ষেত্রে এ ওষুধ ব্যবহার করা হবে।
দুই কিংবা তার চেয়ে বেশি বয়সী রোগীদের ক্ষেত্রেই শুধু এ ওষুধ ব্যবহার করা যাবে। ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন কমিশনার স্কট গোটলিয়েব বলেছেন, গাঁজার মধ্যে এমন কিছু পদার্থ আছে যা চিকিৎসা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।