এক পাঙ্গাস ৩৩ হাজার টাকা

হাওর বার্তা ডেস্কঃ পদ্মা নদী থেকে ২৫ কেজি ওজনের একটি পাঙ্গাস মাছ ধরেছেন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার জেলেরা। গতকাল রোববার (২৪ জুন) ভোরে স্থানীয় জেলে সাইদ শেখের জালে মাছটি ধরা পড়ে।

সকালে মাছটি দৌলতদিয়া ফেরিঘাটে নেওয়া হলে সেখানকার মৎস্য ব্যবসায়ী চান্দু শেখ ১ হাজার ২৫০ টাকা কেজি দরে ৩১ হাজার ২৫০ টাকায় মাছটি কিনে নেন। পরে প্রায় ৩৩ হাজার টাকায় মাছটি কিনে নেন ঢাকায় বসবাসরত ফরিদপুরের এক ব্যবসায়ী।

বড় আকৃতির পাঙ্গাসটি দেখতে দৌলতদিয়া ফেরিঘাটে ভিড় জমায় স্থানীয় উৎসুক জনতা। বেশ কয়েকজন জানালেন, এ রকম বড় পাঙ্গাসের সচরাচর দেখা মেলে না।

দৌলতদিয়ার আক্কাস আলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন বলেন, ইদানীং পদ্মা নদীতে সহজে পাঙ্গাসের দেখা মিলছে না। জালে আটকা পড়া এমন বড় আকৃতির পাঙ্গাস খুবই সুস্বাদু হয়। কিন্তু বেশি দাম হওয়ায় সাধারণ মানুষ তা খেতে পারে না।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর