হাওর বার্তা ডেস্কঃ শ্রীমঙ্গল উপজেলার মতিগঞ্জের বিলাস নদীতে জাহাঙ্গীর মিয়া নামের এক ব্যক্তির জালে ধরা পড়লো বিরল প্রজাতির সাকার মাছ। প্রায় এক সপ্তাহ মতিগঞ্জ হাওরাঞ্চল বন্যা কবলিত। স্থানীয়দের ধারণা বন্যার পানিতে বড় কোনো নদী থেকে বিরল প্রজাতির মাছটি শ্রীমঙ্গলের বিলাস নদীতে এসেছে।
মঙ্গলবার বিকালে ধরা পড়া অদ্ভূত আকৃতির ও আকর্ষণীয় রঙের মাছটি বিক্রির জন্য জাহাঙ্গীর মিয়া মতিগঞ্জ বাজারে নিয়ে আসেন। মতিগঞ্জ বাজারের ডা. মলয় সরকার জানান, মাছটির ওজন দেড় থেকে দুই কেজির মতো হবে।
শখ করে পুকুরে ছাড়ার জন্য মাছটি ক্রয় করতে চেয়েছিলাম কিন্তু দাম বেশি চাওয়ায় মাছটি কেনা সম্ভব হয়নি। শ্রীমঙ্গল শহরের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস শুক্কুর মাছটির সঠিক নাম বলতে না পারলেও তিনি জানান, এটি দেশীয় কোনো মাছ নয়।
জালে ধরা পড়া চমৎকার এ মাছটি এক নজর দেখার জন্য অনেকেই ভিড় করেন মতিগঞ্জ বাজারে। মতিগঞ্জ বাজারে চাহিদামতো দাম না পাওয়ায় মাছটি বিক্রির জন্য ভূনবীর লছনায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানান স্থানীয়রা।