হাওর বার্তা ডেস্কঃ রাশিয়ায় ফুটবল বিশ্বকাপ ২১তম আসর অনুষ্ঠিত হওয়ার আর মাত্র কয়কদিন বাকি। ইতিমধ্যেই ফুটবল বিশ্বকাপকে ঘিরে শুরু হয়ে গেছে ফুটবল প্রেমিদের নানা আয়োজন। ভক্তরা নিজ নিজ পছন্দে দেশকে নিয়ে নানা উন্মদনায় মেতে উঠেছে।
বিশ্বকাপ ফুটবলকে ঘিরে আর্জেন্টিনা সমর্থকদের এমনই এক আয়োজন দেখা গেলো কিশোরগঞ্জ অষ্টগ্রাম আদমপুর বরাগীকান্দী যুব সমাজের উদেগ্যে ১৬০ হাত লম্বা পতাকা তৈরী করেছেন হাওরমুখি গ্রামের ছেলেরা। গত মঙ্গলবার সকালে ১৬০ হাত লম্বা পতাকা নিয়ে শোভাযাত্রা করে আর্জেন্টিনার সমর্থকরা।
শোভাযাত্রাটি প্রথমে বরাগী গ্রাম হতে আদমপুর বাজারে থেকে বের হয়, পরে আদমপুর বাজারে ঘুরা ঘুড়ি করে শেষ হয় শোভাযাত্রাটি। এসময় বিভিন্ন ধরনের স্লোগান দেয় তারা।
এদিকে ব্যতিক্রমি এই ১৬০ হাত লম্বা পতাকা দেখে উৎসুক জনতা ভীর জমায় আদমপুর বাজারে রাস্তায়। শোভা যাত্রায় পতাকা ধরতে অংশনেয় আর্জেন্টিনার শতাধিক সমর্থক। আয়োজক সর্মথকরা জানায়, পতাকাটি তৈরি করতে প্রায় ৮ হাজার টাকা খরচ হয়েছে।