ঢাকা ০৩:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ১৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ফারিয়া আমরা তোমাকে ভালবাসি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫১:৪০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০১৫
  • ২৫৪ বার

ভিসা সমস্যা মিটিয়ে বাংলাদেশ থেকে কলকাতায় এসে সিনেমা রিলিজের ফোটোশুট করতে দেরি হয়েছে নুসরাত ফারিয়ার৷ সেন্সর বোর্ডে তৈরি হয়েছিল সমস্যা৷সব মিলিয়ে দেরি করে মুক্তি পেল ‘আশিকি’৷ কলকাতাসহ পশ্চিমবঙ্গের পেক্ষাগৃহে বাম্পার হিট দুই বাংলার সিনেমা ‘আশিকি’। এই সিনেমায় ফারিয়ার অভিনয়ে মুগ্ধ কলকাতার দর্শক। অভিনেতা পরিচালকদের প্রশংসা কুড়োচ্ছেন নুসরাত ফারিয়া। অঞ্জু ঘোষ, ববিতার পর কলকাতার দর্শক অভিনেতা ও পরিচালকদের নজর কেড়েছেন জয়া আহসান। এবার বাজিমাত করলেন নুসরাত ফারিয়া।

কলকাতা ও পশ্চিমবঙ্গের ৯৪টি সিনেমা হলে শুক্রবার মুক্তি পায় ফারিয়ার ‘আশিকি’। গত তিনদিন ধরে প্রেক্ষাগৃহে উপচে পড়ছে দর্শক। শো শুরুর অনেক আগেই টিকিট বিক্রি শেষ হয়ে যাচ্ছে।কলকাতার জয়া, সিটিসেন্টার, আইনক্সও ফোরামের মত বিলাসী হলের টিকিট অনলাইনে বুক করে রাখছেন দর্শকরা।

‘আশিকি’ সিনেমার অভিনেতা অঙ্কুশ বলেন, ‘ফারিয়া বাংলাদেশের জনপ্রিয় সঞ্চালক৷ কিন্তু এখানে কাজ করার সময় একদম নিউকামারের মতো সব কিছু শিখে নিয়েছেন৷ ওর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা খুবই ভাল।’

‘আশিকি’র সাফল্যর ব্যাপারে অঙ্কুশ বলেন, ‘খুবই আশাবাদী এই ছবিটা নিয়ে৷ এর মধ্যে যা কিছু দক্ষিণের রিমেক হয়েছে তাতে ইমোশনাল কনটেণ্ট কম৷ অ্যাকশন ছিল, নাচ-গান ছিল৷ কিংবা থ্রিলার৷ অনেক ঘটনাই ঘটে কিন্তু হৃদয় ছোঁয় না৷ এতে মহিলা দর্শক বেশ কিছুটা কমে গিয়েছিল৷ এই ছবিটা একটা ইমোশনাল জার্নি বলতে পারন, একই সঙ্গে খুবই এণ্টারটেইনিং৷ একটা মিষ্টি প্রেমের গল্প৷ ডিস্ট্রিবিউটর, এগজিকিউটরদের ছবিটা ভাল লেগেছে৷ দর্শক মেনস্ট্রিম ছবিতে যেটা মিস করছিল সেটা এই ছবিতে পাবেন৷’

এদিকে অভিনেতা প্রসেনজিৎ, চিরঞ্জিৎ, লকেট, ঋতুপর্ণার মতো অভিনয়শিল্পীরাও ফারিয়ার অভিনয়ের প্রশংসা করেছেন৷দর্শকরা ‘আশিকি’র ফ্যান পেজ তৈরি করেছে সামাজিক মাধ্যমে৷সিনেমা হলের ভিতরে চিৎকার করে সেলুলয়েডের ফারিয়াকে বলছে, ‘তোমাকে চাই৷ ফারিয়া আমরা তোমাকে ভালবাসি৷তুমি কলকাতার আরও অনেক সিনেমায় অভিনয় কর৷’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

ফারিয়া আমরা তোমাকে ভালবাসি

আপডেট টাইম : ০৬:৫১:৪০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০১৫

ভিসা সমস্যা মিটিয়ে বাংলাদেশ থেকে কলকাতায় এসে সিনেমা রিলিজের ফোটোশুট করতে দেরি হয়েছে নুসরাত ফারিয়ার৷ সেন্সর বোর্ডে তৈরি হয়েছিল সমস্যা৷সব মিলিয়ে দেরি করে মুক্তি পেল ‘আশিকি’৷ কলকাতাসহ পশ্চিমবঙ্গের পেক্ষাগৃহে বাম্পার হিট দুই বাংলার সিনেমা ‘আশিকি’। এই সিনেমায় ফারিয়ার অভিনয়ে মুগ্ধ কলকাতার দর্শক। অভিনেতা পরিচালকদের প্রশংসা কুড়োচ্ছেন নুসরাত ফারিয়া। অঞ্জু ঘোষ, ববিতার পর কলকাতার দর্শক অভিনেতা ও পরিচালকদের নজর কেড়েছেন জয়া আহসান। এবার বাজিমাত করলেন নুসরাত ফারিয়া।

কলকাতা ও পশ্চিমবঙ্গের ৯৪টি সিনেমা হলে শুক্রবার মুক্তি পায় ফারিয়ার ‘আশিকি’। গত তিনদিন ধরে প্রেক্ষাগৃহে উপচে পড়ছে দর্শক। শো শুরুর অনেক আগেই টিকিট বিক্রি শেষ হয়ে যাচ্ছে।কলকাতার জয়া, সিটিসেন্টার, আইনক্সও ফোরামের মত বিলাসী হলের টিকিট অনলাইনে বুক করে রাখছেন দর্শকরা।

‘আশিকি’ সিনেমার অভিনেতা অঙ্কুশ বলেন, ‘ফারিয়া বাংলাদেশের জনপ্রিয় সঞ্চালক৷ কিন্তু এখানে কাজ করার সময় একদম নিউকামারের মতো সব কিছু শিখে নিয়েছেন৷ ওর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা খুবই ভাল।’

‘আশিকি’র সাফল্যর ব্যাপারে অঙ্কুশ বলেন, ‘খুবই আশাবাদী এই ছবিটা নিয়ে৷ এর মধ্যে যা কিছু দক্ষিণের রিমেক হয়েছে তাতে ইমোশনাল কনটেণ্ট কম৷ অ্যাকশন ছিল, নাচ-গান ছিল৷ কিংবা থ্রিলার৷ অনেক ঘটনাই ঘটে কিন্তু হৃদয় ছোঁয় না৷ এতে মহিলা দর্শক বেশ কিছুটা কমে গিয়েছিল৷ এই ছবিটা একটা ইমোশনাল জার্নি বলতে পারন, একই সঙ্গে খুবই এণ্টারটেইনিং৷ একটা মিষ্টি প্রেমের গল্প৷ ডিস্ট্রিবিউটর, এগজিকিউটরদের ছবিটা ভাল লেগেছে৷ দর্শক মেনস্ট্রিম ছবিতে যেটা মিস করছিল সেটা এই ছবিতে পাবেন৷’

এদিকে অভিনেতা প্রসেনজিৎ, চিরঞ্জিৎ, লকেট, ঋতুপর্ণার মতো অভিনয়শিল্পীরাও ফারিয়ার অভিনয়ের প্রশংসা করেছেন৷দর্শকরা ‘আশিকি’র ফ্যান পেজ তৈরি করেছে সামাজিক মাধ্যমে৷সিনেমা হলের ভিতরে চিৎকার করে সেলুলয়েডের ফারিয়াকে বলছে, ‘তোমাকে চাই৷ ফারিয়া আমরা তোমাকে ভালবাসি৷তুমি কলকাতার আরও অনেক সিনেমায় অভিনয় কর৷’