হাওর বার্তা ডেস্কঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভুক্ত তৃতীয় ধাপের লিখিত পরীক্ষা আজ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ১১টা ২০ মিনিটে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা যায়, তৃতীয় ধাপে মোট ১৫ জেলায় একযোগে ‘সহকারী শিক্ষক নিয়োগ-২০১৪’ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
জেলাগুলো হলো- জামালপুর, টাঙ্গাইল, ঝিনাইদহ, খুলনা, নাটোর, নওগাঁ, পাবনা, রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, সিলেট, গাইবান্ধা, দিনাজপুর, রংপুর ও বরিশাল।
চতুর্থ ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১ জুন। এ ধাপে ১৪ জেলায় পরীক্ষা হবে। নিয়োগ বিধিমালা অনুযায়ী, পার্বত্য অঞ্চলের বাকি তিন জেলায় কোটাভিত্তিক স্থানীয়ভাবে নিয়োগ দেওয়া হবে।
জানা যায়, দেশের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শূন্য আসনে রাজস্ব খাতভুক্ত ‘সহকারী শিক্ষক নিয়োগ-২০১৪’ পরীক্ষার মাধ্যমে ১০ হাজার সহকারী শিক্ষক নেওয়া হবে। তার বিপরীতে সারা দেশ থেকে প্রায় ছয় লাখ আবেদন জমা পড়েছে।
মামলার কারণে বিগত চার বছর প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ কার্যক্রম স্থগিত হয়ে পড়ে। চলতি বছরের মার্চে আবারো এ কার্যক্রম শুরু হয়।
প্রথম ধাপে লিখিত পরীক্ষা ২০ এপ্রিল অনুষ্ঠিত হয়। সেদিন দেশের ১২ জেলায় এ পরীক্ষা হয়। সেখানে প্রায় দুই লাখ প্রার্থী নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেন। দ্বিতীয় ধাপের পরীক্ষা ১১ মে অনুষ্ঠিত হয়। সেখানে প্রায় তিন লাখ প্রার্থী অংশ নেন। ২৬ মে তৃতীয় ধাপের পরীক্ষায় প্রায় দুই লাখ প্রার্থীর অংশগ্রহণ করে।
এ বিষয়ে ডিপিই অতিরিক্ত মহাপরিচালক রমজান আলী বলেন, তৃতীয় ধাপে শিক্ষক নিয়োগ পরীক্ষা শেষ করার কথা থাকলেও তা দুটি ভাগে অনুষ্ঠিত হবে। প্রথমে ২৬ মে এবং পরবর্তীতে এক সপ্তাহের মধ্যে অবশিষ্ট জেলাগুলোর লিখিত পরীক্ষা আয়োজন করা হবে।
নিয়োগ পরীক্ষার ওএমআর শিট পূরণের নির্দেশনাবলী এবং পরীক্ষা-সংক্রান্ত অন্যান্য তথ্য www.dpe.gov.bd এই ওয়েবসাইটে পাওয়া যাবে।