হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের সিন্দুক থেকে দু:সাহসিক চুরির ঘটনা ঘটেছে। তবে সিন্দুকের টাকা চুরি করে পালানোর সময় তাকে ধাওয়া করে দায়িত্বরত এক নাইটগার্ড। এ সময় ধাওয়া খেয়ে পাগলা মসজিদের দেয়ালের পাশে টাকা ফেলে পালিয়ে যায় চোর। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পেলে যাওয়া টাকা উদ্ধার করে।
গত শনিবার (১৩ মার্চ) রাত পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় চোরাই কাছে ব্যবহৃত যন্ত্রপাতি উদ্ধার করে পুলিশ।
জেলা প্রশাসনের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের সাঈদের তত্ত্ববধানে উদ্ধারকৃত টাকা গণনা করা হয়। গণনা শেষে ৮ লাখ ৪ হাজার ৯৮১ টাকা পাওয়া যায় এবং কিছু স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়।
জেলা প্রশাসনের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের সাঈদ জানান, উদ্ধারকৃত টাকা ব্যাংক কর্মকর্তাদের সহায়তায় ব্যাংকে জমা রাখা হয়েছে এবং স্বর্ণালঙ্কার কিশোরগঞ্জ ট্রেজারিতে সীলগালা করে জমা রাখা হয়।
উল্লেখ্য, কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের কয়েকটি সিন্দুক থেকে তিন মাস পর পর জেলা প্রশাসন তত্ত্ববধানে এসব সিন্দুকের টাকা গণনা করা হয় এবং রূপালী ব্যাংকে পাগলা একাউন্টে এসব টাকা জমা হয়। প্রতি তিন মাস পর পর এসব সিন্দুকে প্রায় কোটি জমা হয়।