ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

গাজীপুরে নৌকায় ভোট চাইতে জাহাঙ্গীর-আজমতের যৌথ প্রচারণা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ এপ্রিল ২০১৮
  • ৩৮৫ বার

হাওর বার্তা ডেস্কঃ গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মোঃ জাহাঙ্গীর আলমের পক্ষে ভোট চাইতে মাঠে নেমেছেন গত নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র প্রার্থী আজমত উল্লা খান। আজ বৃহস্পতিবার জাহাঙ্গীর আলমের সঙ্গে সিটি করপোরেশনের তিনটি ওয়ার্ডে প্রচারণা চালান তিনি। এসময় হাজার হাজার উৎফুল্ল নেতাকর্মী বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

দুই নেতাকে একসঙ্গে প্রচারণার ময়দানে দেখতে পেয়ে তৃণমূলের নেতাকর্মীদের মাঝে চরম উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার সময় গাসিক ৩৮নং ওয়ার্ডের কুনিয়া বড়বাড়ি এলাকার জয়বাংলা সড়ক এলাকা থেকে প্রচারণার শুরু হয়।

বড়বাড়ি এলাকায় এক পথসভায় গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আজমত উল্লা খান বলেন, আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করতে সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ হয়ে প্রচারণা চালাচ্ছি।

তিনি বলেন, আমাদের এই বিশাল মিছিলই বলে দেয় আগামী ১৫ মে জননেত্রী শেখ হাসিনার নৌকার বিজয় সুনিশ্চিত।

তিনি আরও বলেন, নৌকা তথা এ্যাডভোকেট জাহাঙ্গীর আলমকে বিজয়ী করতে আমরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে রাজি আছি।

এসময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী ইলিয়াস আহমেদ, মহিউদ্দিন মহিসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

এদিকে দক্ষিণ খাইলকুর বাহার মার্কেটের সামনে দ্বিতীয় পথসভা অনুষ্ঠিত হয়। এসময় আজমত উল্লা খান ও জাহাঙ্গীর আলমকে কাছে পেয়ে জনসাধারণের মধ্যে ব্যাপক উদ্দীপনার সৃষ্টি হয়। পরে ওই দুই নেতা গাসিক ৩২ এবং ৩৩ নং ওয়ার্ডে একযোগে প্রচারণা চালান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

গাজীপুরে নৌকায় ভোট চাইতে জাহাঙ্গীর-আজমতের যৌথ প্রচারণা

আপডেট টাইম : ০৯:৫০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ এপ্রিল ২০১৮

হাওর বার্তা ডেস্কঃ গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মোঃ জাহাঙ্গীর আলমের পক্ষে ভোট চাইতে মাঠে নেমেছেন গত নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র প্রার্থী আজমত উল্লা খান। আজ বৃহস্পতিবার জাহাঙ্গীর আলমের সঙ্গে সিটি করপোরেশনের তিনটি ওয়ার্ডে প্রচারণা চালান তিনি। এসময় হাজার হাজার উৎফুল্ল নেতাকর্মী বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

দুই নেতাকে একসঙ্গে প্রচারণার ময়দানে দেখতে পেয়ে তৃণমূলের নেতাকর্মীদের মাঝে চরম উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার সময় গাসিক ৩৮নং ওয়ার্ডের কুনিয়া বড়বাড়ি এলাকার জয়বাংলা সড়ক এলাকা থেকে প্রচারণার শুরু হয়।

বড়বাড়ি এলাকায় এক পথসভায় গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আজমত উল্লা খান বলেন, আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করতে সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ হয়ে প্রচারণা চালাচ্ছি।

তিনি বলেন, আমাদের এই বিশাল মিছিলই বলে দেয় আগামী ১৫ মে জননেত্রী শেখ হাসিনার নৌকার বিজয় সুনিশ্চিত।

তিনি আরও বলেন, নৌকা তথা এ্যাডভোকেট জাহাঙ্গীর আলমকে বিজয়ী করতে আমরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে রাজি আছি।

এসময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী ইলিয়াস আহমেদ, মহিউদ্দিন মহিসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

এদিকে দক্ষিণ খাইলকুর বাহার মার্কেটের সামনে দ্বিতীয় পথসভা অনুষ্ঠিত হয়। এসময় আজমত উল্লা খান ও জাহাঙ্গীর আলমকে কাছে পেয়ে জনসাধারণের মধ্যে ব্যাপক উদ্দীপনার সৃষ্টি হয়। পরে ওই দুই নেতা গাসিক ৩২ এবং ৩৩ নং ওয়ার্ডে একযোগে প্রচারণা চালান।