আসছে জয়ার ‘বিজয়া’

হাওর বার্তা ডেস্কঃ দিন কয়েক আগে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায় জয়া আহসানের অভিনীত চলচ্চিত্র ‘বিসর্জন’। কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালনায় আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে চলচ্চিত্রটি ব্যাপক প্রশংসা কুড়ায়। তখন থেকেই জল্পনা শুরু কখন আসবে সিক্যুয়াল। অবশেষে এলো সে ঘোষণা।

গতকাল বুধবার সন্ধ্যায় ‘বিসর্জন’র সিক্যুয়াল তৈরির ঘোষণা দেন পরিচালক কৌশিক। ভারতীয় দৈনিক আনন্দবাজারের প্রতিবেদনে জানানো হয়েছে আগামী মাসের শেষের দিকে ‘বিসর্জন’ এর সিক্যুয়াল ‘বিজয়া’ ছবিটির শুটিং শুরু হবে। এবারো টোকিওতে তৈরি হবে সেট।

কৌশিক গঙ্গোপাধ্যায় বলেন, আমাদের রীতি অনুযায়ী বিসর্জনের পর বিজয়া করি। সেটাই করছি। এটা প্রেমের গল্প। আগের ছবির মুখ্য চরিত্র, পার্শ্বচরিত্র সবাই থাকছেন এই ছবিতে।

তিনি বলেন, বিজয়া বিসর্জনের সিক্যুয়াল। দেখার পর হয়তো অনেকে বলবেন, বিজয়া ভাল লেগেছে, কিন্তু বিসর্জনের মতো হয়নি। আমরা এটা প্রশংসা হিসেবেই নেব। পদ্মাকে (জয়া আহসান) এবার কলকাতা শহরে দেখবো।

এ বিষয়ে অভিনেতা আবির বলেন, বিসর্জনের স্মৃতি এখনও সবার কাছেই টাটকা। আমরা দেখেছি কী ভাবে মানুষ ছবিটি ভালবেসেছেন। তাই এ বারের দায়িত্বটা আরও বেশি।

অন্যদিকে বিসর্জন এর ‘পদ্মা’ জয়া আহসান বলেন, আমার প্রাণের কাছের ছবির সিক্যুয়াল হচ্ছে বলে ভীষণ আনন্দিত। তবে একটু চাপ লাগছে। পদ্মাকে যেভাবে মানুষ ভালবেসেছেন, সেটাকে জাস্টিস করতে পারব কিনা সেটা নিয়েই চাপ। তবে আগের মতো এবারও আমি সবকিছু কৌশিকদার ওপরে ছেড়ে দেব।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর