ইউরোপের বিভিন্ন দেশ থেকে এ পর্যন্ত প্রায় পাঁচ হাজার নাগরিক আইএস-এ (ইসলামিক স্টেট) যোগ দিয়েছে। ইউরোপোল (ইউরোপিয়ান পুলিশ এ্যাজেন্সি) প্রধান ব্রিটিশ সংসদ সদস্যদের কাছে মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন। খবর এএফপি’র।
ব্রিটিশ পার্লামেন্টারি কমিটির কাছে রব ওয়েইনরাইট জানান, ইউরোপের বিভিন্ন দেশ থেকে যুদ্ধ করতে যাওয়া নাগরিকের সংখ্যা তিন থেকে পাঁচ হাজার।
তিনি বলেন, বেশিরভাগ তরুণ যদি যুদ্ধ শেষে নিজ দেশে ফিরে আসে তাহলে তারা সেখানে হুমকি হয়ে দেখা দেবে।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের টুইন টাওয়ারে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর হামলার ঘটনার পর থেকে ইউরোপে সন্ত্রাসী হামলার ঝুঁকি বেড়ে গেছে বলে জানিয়েছেন ইউরোপোল প্রধান।
জিহাদীদের সংগ্রহে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করা হচ্ছে উল্লেখ করে তিনি এগুলো পর্যবেক্ষণের আওতায় আনার আহ্বান জানান।
ওয়েইনরাইট জানান, ইউরোপের বিভিন্ন দেশের নিরাপত্তা সংস্থাগুলোর কাছ থেকে জিহাদী সংগঠনগুলোতে যোগ দেওয়া ২৫০০ সন্দেহভাজনের তালিকা সংগ্রহ করেছে তারা।
সম্প্রতি ফ্রান্সে দুইটি হামলার ঘটনায় ১৭ জন নিহতের পর ইউরোপজুড়ে সতর্ক অবস্থানে রয়েছে রাষ্ট্রগুলোর প্রশাসন। এরই অংশ হিসেবে ব্রিটিশ পার্লামেন্ট এ তথ্য চাইল।
সংবাদ শিরোনাম
আইএসে যোগ দিয়েছে ৫ হাজার ইউরোপীয়
- Reporter Name
- আপডেট টাইম : ১০:৪২:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০১৫
- ৩৪১ বার
Tag :
জনপ্রিয় সংবাদ