মো.সুমন মিয়া, তাড়াইল প্রতিনিধি : কিশোরগঞ্জের তাড়াইলে সুধীজনদের সাথে মতবিনিময় সভা করেছেন কিশোরগঞ্জ জেলার নাবাগত পুলিশ সুপার মো.মাশরুকুর রহমান খালেদ, বিপিএম।
জানা গেছে, আজ ১৬ ই এপ্রিল রোজ সোমবার বিকেল ৪.৩০ মিনিটের দিকে তাড়াইল থানা কমপ্লেক্স চত্বরে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার নবাগত পুলিশ সুপার জনাব মো.মাশরুকুর রহমান খালেদ,বিপিএম
মতবিনিময় সভায় বক্তাগন তাড়াইল উপজেলায় মাদক র্নিমূলের জন্য খটুর ব্যাবস্থা নেয়ার জোর দাবি জানান পুলিশি সুপারের কাছে।উক্ত মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা পরিষদের সদস্য একে এম মাইনুজ্জামান নবাব, উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন নাহার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ আজিজুল হক মোতাহার , সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লাকী,উপজেলা জাতীয় পার্টির যুগ্ন আহবায়ক মো.গোলাপ ভূইয়া, উপজেলা গনতন্ত্রী পার্টির সভাপতি অধীর চন্দ্র ভৌমিক মধু, উপজেলা বি এন পি ‘র সভাপতি ও মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো.ছাইদুজ্জামন মোস্তাফা, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আলহাজ আব্দুল হাই ভূইয়া,তাড়াইল-সাচাইল সদর ইউপি’র চেয়ারম্যান কামরুজ্জামান মহাজন,পূজা উদযাপন কমিটির তাড়াইল শাখার উপদেষ্টা শংকর ভৌমিক, তাড়াইল উপজেলা পুলিশিং কমিটির সভাপতি আলহাজ একে এস জামান সম্রাট,প্রেসক্লাব তাড়াইল সভাপতি ও যুগান্তর প্রতিনিধি নাজমুল আকন্দ, তাড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রহমান,তাড়াইল প্রেস ক্লাবের সভাপতি দেওয়ান ফারুক দাদ খান,সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি মো. দেলোয়ার হোসেন খান, ১নং তালজাঙ্গা ইউপি’র চেয়ারম্যান মো.সেলিম আহম্মেদ, ৪নং জাওয়ার ইউপি ‘র চেয়ারম্যান মো. জিয়াউর রহমান, ৬নং দিগদাইড় ইউপি ‘র চেয়ারম্যান মো.গোলাপ হোসেন ভূইয়া, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আ: সালাম ছাড়াও তাড়াইল থানায় কর্মরত সকল অফিসারসহ স্থানীয় গনমাধ্যম কর্মীবৃন্দ।