কোটা সংস্কারের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা

হাওর বার্তা ডেস্কঃ চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা। আজ দুপুরে সরকারি গুরুদয়াল কলেজ প্রাঙ্গন থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় তারা ‘বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নেই’ ‘কোটা পদ্ধতির সংস্কার চাই’ ইত্যাদি স্লোগান দেয়। তারা কোটা ব্যবস্থা সংস্কার করে ৫৬ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা, কোটায় যোগ্য প্রার্থী না থাকলে শূণ্য পদে মেধার ভিত্তিতে নিয়োগসহ বিভিন্ন দাবি জানান।

এ সময় বক্তব্য রাখেন মাজহারুল ইসলাম, শফিকুল ইসলাম, ওবায়দুর রহমান, জুবায়ের খান, আবেদ হোসেন, মুখলেসুর রহমান উজ্জ্বল, এস.এম. আনোয়ার হোসেন প্রমুখ।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর