হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জ অষ্টগ্রাম উপজেলার লাইসেন্স ছাড়া ইটভাটা পরিচালনার দায়ে দুইটি ইটভাটাকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুরে অষ্টগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোঃ সালাহ উদ্দিন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অর্থদণ্ডে দণ্ডিত দু’টি ইটভাটা হচ্ছে, উপজেলার দেওঘর ইউনিয়নের আলীনগর এলাকার কেবিএস ব্রিকস ফিল্ড এবং কাস্তুল ইউনিয়নের বাহাদুরপুর এলাকার রিফাত ব্রিকস ফিল্ড।
অষ্টগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোঃ সালাহ উদ্দিন জানান, বিনা লাইসেন্সে ইটভাটা পরিচালনার কারণে এই দুইটি ইটভাটাকে ৫০ হাজার টাকা করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়।