মক্কা-মদীনার জন্য মায়া কান্না পুতিনের

এবার মুসলমানদের পবিত্র নগরী মক্কা, মদীনা ও জেরুজালেমের জন্য মায়া কান্না করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, পবিত্র মক্কা, মদীনা, জেরুজালেম শহর এবং ইউরোপ ও রাশিয়ার প্রতি মারাত্মক হুমকি সৃষ্টি করেছে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএস।

পুতিন বলেন, আইএস সন্ত্রাসীরা এখন প্রকাশ্যে মক্কা, মদীনা ও জেরুজালেমের ওপর হামলার পরিকল্পনা ঘোষণা করছে। সিরিয়া ও ইরাক থেকে আইএসআইএল সন্ত্রাসীরা রাশিয়া, ইউরোপ এবং সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলোতে ফিরে আসছে। সে কারণে পরিস্থিতি খুবই মারাত্মক আকার ধারণ করেছে।

তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে আন্তর্জাতিক এক সম্মেলনে এসব কথা বলেছেন পুতিন। সম্মেলনে দেয়া বক্তৃতায় তিনি আরো বলেন, সিরিয়ায় সহিংসতা শুরুর পরপরই রাশিয়া বাশার আল-আসাদ সরকারের প্রতি সমর্থন দিয়ে আসছে এবং তা অব্যাহত থাকবে।

পুতিন বলেন, আমরা সিরিয়াকে প্রযুক্তিগত ও সামরিক সহায়তা দিচ্ছি এবং অব্যাহতভাবে এ সমর্থন দিয়ে যাব। তিনি সিরিয়ায় সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সত্যিকারের আন্তর্জাতিক সংহতি ও জোট গড়ে তোলার আহ্বান জানান।

পুতিন বলেন, সিরিয়ার সরকার ও বিরোধীরা সবাই আইএস সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ের কথা বলছেন। এ অবস্থায় রাষ্ট্র হিসেবে সিরিয়াকে বাঁচানোর জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হওয়া উচিত।

তিনি বলেন, বাশার আল-আসাদের সরকারের জন্য নয় বরং সন্ত্রাসীদের বর্বরতার কারণে সিরিয়া থেকে লোকজন পালিয়ে উদ্বাস্তু হচ্ছে। পুতিন জোর দিয়ে বলেন, রাশিয়া যদি আসাদ সরকারকে সমর্থন না করত তাহলে উদ্বাস্তু সমস্যা আরো জোরালো হতো।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর