ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

মেঘনায় নদীতে ধরা পড়েছে সাড়ে ৭ মণ ওজনের শাপলা পাতা মাছ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:১৫:১৭ অপরাহ্ন, রবিবার, ১ এপ্রিল ২০১৮
  • ৪২১ বার

হাওর বার্তা ডেস্কঃ দ্বীপ জেলা ভোলার চরফ্যাশন সংলগ্ন মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে সাড়ে ৭ মণ ওজনের শাপলা পাতা মাছ।

গতকাল শনিবার (৩১ মার্চ) সকালে মাছটি বরিশাল নগরের বেসরকারি মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে আসা হলে উৎসুক জনতা মাছটি দেখতে ভিড় জমায়। পড়ে মাসুম বেপারী নামে এক মৎস্য ব্যবসায়ী মাছটি জেলেদের কাছ থেকে ক্রয় করেন।

মাসুম বেপারী জানান, শুক্রবার রাতে জেলেদের জালে মাছটি ধরা পড়লে শনিবার (৩১ মার্চ) মাছটি বরিশালের মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে আসা হয়। সেখানে জেলেদের কাছ থেকে সাড়ে ৭ মণ ওজনের ওই মাছটি ক্রয় করেন রনি ফিস নামের মৎস্য আড়ত মালিক।

আজ (১ এপ্রিল) সকালে রনি ফিস নামের মৎস্য আড়ত মালিকের কাছ থেকে মাছটি  কিনে প্রতি ভাগ ৫০০ টাকা করে  বিক্রি করছেন  মাসুম।

বরিশাল মৎস্য কর্মকর্তা (হিলসা) বিমল চন্দ্র দাস জানান, এ মাছের ইংরেজি নাম (Leopard Stingray)। স্থানীয় নাম শাপলাপাতা, হাউস, সানকুস, চিত্রা হাউস। এ মাছ গু‌লো উপকূলীয় অগভীর নদী, প্যারাবনে (ম্যানগ্রোভ) পাওয়া যায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

মেঘনায় নদীতে ধরা পড়েছে সাড়ে ৭ মণ ওজনের শাপলা পাতা মাছ

আপডেট টাইম : ০৫:১৫:১৭ অপরাহ্ন, রবিবার, ১ এপ্রিল ২০১৮

হাওর বার্তা ডেস্কঃ দ্বীপ জেলা ভোলার চরফ্যাশন সংলগ্ন মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে সাড়ে ৭ মণ ওজনের শাপলা পাতা মাছ।

গতকাল শনিবার (৩১ মার্চ) সকালে মাছটি বরিশাল নগরের বেসরকারি মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে আসা হলে উৎসুক জনতা মাছটি দেখতে ভিড় জমায়। পড়ে মাসুম বেপারী নামে এক মৎস্য ব্যবসায়ী মাছটি জেলেদের কাছ থেকে ক্রয় করেন।

মাসুম বেপারী জানান, শুক্রবার রাতে জেলেদের জালে মাছটি ধরা পড়লে শনিবার (৩১ মার্চ) মাছটি বরিশালের মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে আসা হয়। সেখানে জেলেদের কাছ থেকে সাড়ে ৭ মণ ওজনের ওই মাছটি ক্রয় করেন রনি ফিস নামের মৎস্য আড়ত মালিক।

আজ (১ এপ্রিল) সকালে রনি ফিস নামের মৎস্য আড়ত মালিকের কাছ থেকে মাছটি  কিনে প্রতি ভাগ ৫০০ টাকা করে  বিক্রি করছেন  মাসুম।

বরিশাল মৎস্য কর্মকর্তা (হিলসা) বিমল চন্দ্র দাস জানান, এ মাছের ইংরেজি নাম (Leopard Stingray)। স্থানীয় নাম শাপলাপাতা, হাউস, সানকুস, চিত্রা হাউস। এ মাছ গু‌লো উপকূলীয় অগভীর নদী, প্যারাবনে (ম্যানগ্রোভ) পাওয়া যায়।