পিপিপি ও পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বিলে রাষ্ট্রপতির সম্মতি জ্ঞাপন

বাংলাদেশ সরকারি-বেসরকারি অংশীদারত্ব বিল ২০১৫ (পিপিপি) ও পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বিল ২০১৫-তে সম্মতি জ্ঞাপন করেছেন রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ।
বিভিন্ন অবকাঠামো ও উন্নয়নের জন্য সরকারি, বেসরকারি অংশীদারত্বের মাধ্যমে বিনিয়োগ নিশ্চিত করতে দেশে প্রথম ‘বাংলাদেশ সরকারি-বেসরকারি অংশীদারত্ব বিল ২০১৫’ প্রণয়ন করা হয়েছে। চলতি বছর ১ ফেব্রুয়ারি বিলটি সংসদে উত্থাপন করা হলে বিলটি যাচাই-বাছাই ও পরীক্ষা-নিরীক্ষার জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে পাঠানো হয়। পরে গত ৭ সেপ্টেম্বর বিলটি সংসদে কণ্ঠভোটে পাস হয়।
অন্যদিকে রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের লক্ষ্যে গত ৮ সেপ্টেম্বর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বিল ২০১৫ বিলটি কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে পাস করা হয়।
দশম জাতীয় সংসদের সপ্তম অধিবেশনে পাস হওয়া বিল দু’টিতে সম্মতি জানিয়ে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর