আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ১৪মার্চ বিকাল ৫টায় স্থানীয় একটি হোটেলে নতুনধরা ও ট্রান্সকম বেভারেজ লি. এর সহযোগিতায় স্বাধীনতার ৫৪ বছরে নারীর অগ্রযাত্রা শীর্ষক আলোচনা, আলোকিত নারী সম্মাননা ও ইফতার পার্টির আয়োজন করে জাতীয় শিশু-কিশোর সংগঠন আমরা কুঁড়ি। সংগঠনের চেয়ারম্যান মুশতাক আহম্মদ লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ইরফানুল হক নাহিদ, নন্দিত কন্ঠ শিল্পী দিঠি আনোয়ার ও সংগঠনের মহাসচিব ফেরদৌস আরা বন্যা। অনুষ্ঠানে আলোকিত নারী হিসেবে সম্মাননা প্রাপ্তরা হলেন – ফাতেমা তোজ জোহরা (আজীবন সম্মাননা) কণ্ঠশিল্পী, জোহরা গাজী – চলচ্চিত্র প্রযোজক ও লেখক, মেরিনা সাদী -আবাসন শিল্পে(ডিএমডি নতুনধরা এসেটস্ লিঃ), সিমিন রহমান – ব্যবসা বাণিজ্য ও সমাজসেবায় (গ্রুপ সিইও ট্রান্সকম গ্রুপ), প্রণিতা সরকার – শ্রেষ্ঠ নারী উদ্যোক্তা, রিজিয়া পারভিন – কণ্ঠশিল্পী, হাসিনা আক্তার – রত্নগর্ভা মা, ড. সাকিলা জেসমিন – টিভি সাংবাদিক, রুমানা ইসলাম মুক্তি – চলচ্চিত্র নায়িকা, শায়লা শারমিন – সিনিয়র নিউজ প্রেজেন্টার।
তাছাড়াও সাংগঠনিক ক্ষেত্রে বিগত দিনে অবদান রাখার জন্য ১৫ জন নারী কর্মীকে সম্মাননা প্রদান করা হয়। তারা হলেন – ফেরদৌস আরা বন্যা, তাছলিমা জাহান রিবা, রাফিয়া বিনতে ইসলাম রুহি, নুর ই নাজনীন তৃপ্তি, মিরা হোসেন, রেজওয়ানা তালুকদার, নাজনীন আহম্মদ পাপিয়া, ফরিদা রানু, ঊষা মজুমদার, লতা মন্ডল, শাহীন আক্তার রুবি, মাহমুদা আহমেদ অনু, শান্তা ইসলাম, সেলিনা হোসেন ও আফরোজা কনা।
প্রেস বিজ্ঞপ্তি